পেছালো সিটিআইটি ২০১৭ মেলা

আগের নির্ধারিত দিনে শুরু হচ্ছে না চলতি বছরের সিটিআইটি কম্পিউটার মেলার আসর।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 11:15 AM
Updated : 30 March 2017, 11:15 AM

৩০ মার্চ সিটিআইটি ২০১৭ কম্পিউটার মেলা চালু হওয়ার কথা ছিল। এ নিয়ে আয়োজকরাও ‘প্রস্তুত’ ছিল। কিন্তু অনিবার্য কারণে দিন পিছিয়ে দিতে হচ্ছে বলে জানায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে পাঠানো এক বিবৃতিতে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “অনিবার্য কারণবশত পূর্ব নির্ধারিত সময়নুযায়ী আমাদের বিসিএস কম্পিউটার সিটির এবারের সিটিআইটি ২০১৭ কম্পিউটার মেলা আয়োজন করা হচ্ছে না। ৩০ মার্চ থেকে মেলা আয়োজনের জন্য আমরা প্রস্তুতি সম্পন্ন করে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলামও। এতে আপনাদের যথেষ্ট সাড়া ও সহযোগিতা পাই। কিন্তু পরবর্তীতে বিশেষ অনিবার্য কারণবশত মেলা পেছানোর সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের।”
৬ এপ্রিল থেকে এই মেলা শুরু হবে বলেও জানানো হয়েছে।  মেলা আগের মতোই নয়দিন ধরে চলবে, শেষ হবে ১৪ এপ্রিল।

এ ছাড়াও মেলার সব ধরনের আয়োজনে কোনো ধরনের পরিবর্তন আনা হচ্ছে না, আগের মতোই থাকছে বলে জানানো হয় ওই বিবৃতিতে।