অ্যান্ড্রয়েডে এল সুপার মারিও রান

আইওএস-এর পর এবার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য উন্মোচন করা হয়েছে জনপ্রিয় গেইম ‘সুপার মারিও রান’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 10:50 AM
Updated : 23 March 2017, 10:50 AM

বুধবার গেইমটির নির্মাতা জাপানি প্রতিষ্ঠান নিনটেনডো জানায়, এখন গুগল প্লে স্টোরে গেইমটি পাওয়া যাবে। এক টুইট বার্তায় নিনটেনডো জানায়, যেমনটা প্রত্যাশা করা হয়েছিল তার আগেই গেইমটি অ্যান্ড্রয়েডে উন্মোচন করা হচ্ছে-- তথ্য প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট-এর।

তিন মাস আগে আইওএস ডিভাইসের জন্য উন্মোচন করা হয় সুপার মারিও রান। এটিই ছিল নিনটেনডোর প্রথম স্মার্টফোন গেইম।

আইওএস ডিভাইসে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গেইমটি। উন্মোচনের চার দিনের মাথায় ৪০ কোটি গ্রাহক এটি ডাউনলোড করেন। সুপার মারিও রান-এর এ জনপ্রিয়তায় গেইমটি অ্যাপ স্টোরের সবচয়ে দ্রুত বিক্রি হওয়া গেইমের তকমা পায়।

বিনামূল্যে ডাউনলোড করা যাবে সুপার মারিও রান। কিন্তু গ্রাহক যদি গেইমের তৃতীয় পর্যায় পার করে বাকি গেইম আনলক করতে চান তবে তাকে ১০ মার্কিন ডলার মূল্য পরিশোধ করতে হবে।

গেইমটিতে মূল্য সংযোজন করায় অনেক গ্রাহকই এর নেতিবাক মন্তব্য করেছেন। ফলে প্রতিষ্ঠানের শেয়ার  মূল্যও এক সময় কমতে থাকে।

বছরে দুই তিনটি স্মার্টফোন গেইম বানানোর ঘোষণা দিয়েছে গেইমিং কনসোল নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডো। ব্যবসায়িক কৌশল পরিবর্তনের লক্ষ্যে ২০১৫ সালে গেইম বানানো শুরু করে প্রতিষ্ঠানটি।