ফেইসবুক লাইভ-এ যৌনপীড়ন!

পাঁচ বা ছয় জন পুরুষের হাতে যৌনপীড়নের শিকার হয়েছেন ১৫ বছরের এক কিশোরী। শুধু তাই নয় হয়রানির ঘটনা ফেইসবুক লাইভের মাধ্যমে করা হয়েছে সরাসরি সম্প্রচার, জানিয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো পুলিশ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 04:02 PM
Updated : 22 March 2017, 04:02 PM

এ সময় ৪০ জন এই ভিডিও দেখছিলেন কিন্তু কেউই পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ করেননি বলে জানিয়েছে বিবিসি।

পুলিশের এক মুখপাত্র জানান, পুলিশ প্রধান স্টেশন ত্যাগের সময় তার কাছে ওই কিশোরীর মা এসে অভিযোগ করেন, এর মাধ্যমেই কর্তৃপক্ষ এই ঘটনা সম্পর্কে অবগত হয়।

এ নিয়ে গোয়েন্দারা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলেও, এই খবর প্রকাশের আগ পর্যন্ত কোনো আটকের খবর পাওয়া যায়নি।

ওই কিশোরী একদিন নিখোঁজ থাকার পর তার পরিবারের কাছে পৌঁছাতে পেরেছেন। পরে ওই ভিডিও ফেইসবুক থেকে সরিয়ে নেওয়া হয়।

পুলিশের সুপারিনটেনডেন্ট-কে ওই কিশোরীর মা ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট দেখান। ফুটেজগুলো দেখার পর পুলিশের সুপারিনটেনডেন্ট ‘দৃশ্যত মর্মাহত’ হয়ে পড়েন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ফেইসবুকের এক মুখপাত্র বলেন, “এ ধরনের অপরাধ বীভৎস আর আমরা ফেইসবুকে এ ধরনের কনটেন্টের অনুমোদন দেই না।”

এর আগে চলতি বছররের শুরুতে হাত-পা ও মুখ বাঁধা এক লোককে নির্যাতন করার এক ভিডিও ফেইসবুকে সরাসরি সম্প্রচার করা হয়। এ নিয়ে শিকাগো-তে চার লোককে আটক করে পুলিশ।