গুগল ম্যাপস-এ পার্কিং তথ্য

গুগল ম্যাপস-এ গাড়ির পার্কিং তথ্য দেখাতে নতুন ফিচার যোগ করেছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 02:53 PM
Updated : 21 March 2017, 02:53 PM

নতুন এ ফিচারে গ্রাহক যেখানে তার গাড়ি পার্ক করবেন গুগল ম্যাপস-এ সে জায়গাটি চিহ্নিত করে রাখা হবে। এতে গ্রাহক সহজে তার গাড়িটির পার্কিং অবস্থান জানতে পারবেন। শুধু তাই নয় ওই স্থানে গ্রাহক আর কতক্ষণ তার গাড়িটি রাখতে পারবেন সেটিও ম্যাপে দেখানো হবে, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।

এই ফিচারটি পেতে গ্রাহক গাড়ি পার্ক করার পর ম্যাপে একটি নীল ডট দেখতে পাবেন। সেটি চাপলেই ওই স্থানটি ম্যাপস-এ চিহ্নিত হয়ে যাবে এবং সেখানে ‘পি’ চিহ্ন দেখানো হবে।

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১০-এর অ্যাপল ম্যাপস-এ প্রথম এই ফিচার চালু করা হয়। আইওএস ১০-এ গ্রাহক যখন গাড়ির কারপ্লে থেকে আইফোন বিচ্ছিন্ন করেন তখনই সে জায়গাটি ম্যাপে চিহ্নিত হয়ে থাকে।

অ্যাপল ম্যাপে গ্রাহক তার গাড়ির অবস্থান এডিটও করতে পারেন। সঙ্গে একটি ছোট নোট ও ছবি যোগ করতে পারেন।

বেশ আগেই ‘গুগল নাউ’-এর মাধ্যমে ম্যাপে পার্কিং অবস্থান যোগ করার ফিচার চালু করেছে গুগল। এবার সরাসরি গুগল ম্যাপস থেকেও গাড়ির অবস্থান চিহ্নিত করে রাখা যাবে।

নতুন পার্কিং ফিচার নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি গুগল। আপাতত অ্যান্ড্রয়েড সংস্করণ ৯.৪৯-এ এই ফিচারটি পাওয়া যাবে বলে জানানো হয়।