মিয়ানমারে গ্র্যাব-এর যাত্রা শুরু

মঙ্গলবার মিয়ানমারে সেবা চালু করেছে অ্যাপভিত্তিক যাত্রী সেবাদাতা প্রতিষ্ঠান গ্র্যাব। এর মাধ্যমে সপ্তম দেশে নিজেদের সেবা নিয়ে এল একই খাতের মার্কিন প্রতিষ্ঠান উবার-এর সবচেয়ে বড় দক্ষিণপূর্ব এশীয় প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 02:18 PM
Updated : 21 March 2017, 02:18 PM

এক বিবৃতিতে গ্র্যাব জানিয়েছে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে ট্যাক্সি চালকদের একটি ছোট দলের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ইয়াঙ্গুনে উবারের কোনো সেবা পরিচালিত হয় না।

ইতোমধ্যে গ্র্যাব সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, মালয়েশিয়া, থাইল্যান্ড আর ভিয়েতনামে সেবা পরিচালনা করছে।

মিয়ানমারে ব্যবসায় পরিসর বাড়ানোর মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের গণপরিবহন ব্যবস্থা উন্নত করার চেষ্টা চালাচ্ছে। এই প্রথমবার প্রতিষ্ঠানটি নিয়মিত বাস লাইন চালু করল।

চলতি মাসেই সামনের দুই বছরের মধ্যে নতুন দুটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র (আরঅ্যান্ডডি সেন্টার) খোলার ঘোষণা দিয়েছে গ্র্যাব। সেই সঙ্গে আটশ’ নতুন ডেভেলপার নেওয়া হবে বলে বুধবার এক ঘোষণায় জানায় প্রতিষ্ঠানটি।

সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, চীনের বেইজিং ও যুক্তরাষ্ট্রের সিয়াটলের সেন্টারগুলোর সঙ্গে ভারতের বেঙ্গালুরু আর ভিয়েতনামের হো চি মিন সিটি’র এই নতুন দুই আরঅ্যান্ডডি সেন্টার যোগ হতে যাচ্ছে। দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় উন্নতি অব্যাহত রাখার লক্ষ্যে প্রতিষ্ঠানটি এমন পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

সবগুলো সেন্টারেই নতুন ডেভেলপার নেওয়া হবে। এক বিবৃতিতে গ্র্যাব সহ-প্রতিষ্ঠাতা তান হুই লিং বলেন, “দক্ষিণপূর্ব এশিয়া অসম্ভব দ্রুতগতিতে উন্নত হচ্ছে।”

গ্র্যাব-এর আরঅ্যান্ডডি এখন মেশিন লার্নিং, অনুমানযোগ্য ডেটা বিশ্লেষণা, মোবাইল-ফার্স্ট টেকনোলোজি আর ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার দিকে জোর দিচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।