‘ফিউচার লিডারশিপ প্রোগ্রাম’ শুরু করল দারাজ

‘দারাজ ফিউচার লিডারশিপ প্রোগ্রাম’ শুরু করেছে ই-কমার্স প্লাটফর্ম দারাজ গ্রুপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 03:01 PM
Updated : 19 March 2017, 03:01 PM

এই প্রোগ্রামটিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে অংশগ্রহণকারীদের মাঝে নেতৃত্ব গুণাবলি এবং সামর্থ্যের পূর্ণ বিকাশ ঘটে, জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই প্রোগ্রামে ১৮ মাসের মধ্যে অংশগ্রহণকারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের উপযোগী করে তোলা হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। ১৮ মাসে অংশগ্রহণকারীরা তাদের পছন্দ মতো তিনটি বিভাগে কাজ করার সুযোগ পাবেন।

দারাজ বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক বেনজামিন দি ফুশিয়ের এ বিষয়ে বলেন, “ই-কমার্স দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুতবর্ধনশীল এবং প্রগতিশীল শিল্প। তাই ডিএফপিএল যথাযথ প্রশিক্ষণ ও কোচিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে ই-কমার্স ও প্রকল্প ব্যবস্থাপনায় নেতৃত্বগুণ ফুটিয়ে তুলবে। যে কোনো স্নাতক ডিগ্রিধারী বা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী যাদের ই-কমার্সে আগ্রহ আছে তারা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।”