ইউটিউব, ফেইসবুকে ‘বিজ্ঞাপন দেবেন না’

ভিয়েতনামে ব্যবসায় করা সব প্রতিষ্ঠানকে ইউটিউব, ফেইসবুক আর অন্যান্য সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিতে বৃহস্পতিবার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। যতক্ষণ পর্যন্ত এই মাধ্যমগুলোতে সরকারবিরোধী তথ্য প্রকাশ বন্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত এমনটা করতে বলা হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2017, 11:46 AM
Updated : 16 March 2017, 11:46 AM

বিদেশি ভিন্নমতালম্বীদের কনটেন্ট সরিয়ে নিতে ইউটিউব মালিক মার্কিন ওয়েব জায়ান্ট গুগল আর অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করতে বিজ্ঞাপনদাতাদের উপর চাপ দিচ্ছে কমিউনিস্ট দেশটি, জানিয়েছে রয়টার্স।

এক বৈঠকে দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রী ত্রুয়োং মিন তুয়ান বলেন, “আজ আমরা বিজ্ঞাপন দিচ্ছে এমন সব ভিয়েতনামি প্রতিষ্ঠানকে তাদের সহায়তা না করতে আহ্বান জানাই, যাতে তারা (সামাজিক মাধ্যম) বিজ্ঞাপনের অর্থ ভিয়েতনামি সরকারের বিরুদ্ধে ব্যবহার না করতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা সব ব্যবহারকারীকে আহ্বান জানাই তারা যাতে অনলাইন পরিবেশে ভিয়েতনামি আইন লঙ্ঘন করে এমন বিষাক্ত ও ভুয়া কনটেন্ট প্রতিরোধে গুগল আর ফেইসবুকের বিরুদ্ধে আওয়াজ তোলে।”