ভারতের বাজারে আইফোন ৬

ভারতে বাজার ধরতে নতুন উদ্যোগ নিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দেশটিতে নতুন করে আইফোন ৬ বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 12:51 PM
Updated : 8 March 2017, 12:51 PM

ভারতীয়রা সাধারণত কম দামী ফোন ব্যবহার করে থাকেন। সেখানে অ্যাপলের সবগুলো আইফোনই দামী। এই সমস্যা সমাধানে দেশটিতে নতুন করে ৩২ জিবি আইফোন ৬ বিক্রি শুরু করেছে অ্যাপল, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

২০১৪ সালে প্রথমবার বাজারে আসে আইফোন ৬। আগের বছর আইফোন ৭ উন্মোচনের পর আইফোন ৬ বিক্রি বন্ধ করে দেয় অ্যাপল। বর্তমানে আইফোন ৭, আইফোন ৬এস এবং আইফোন এসই বিক্রি করছে প্রতিষ্ঠানটি।

এবার ভারতের বাজার বিবেচনা করে নতুন করে এই বাজারে আইফোন ৬ বিক্রি করছে অ্যাপল। সোমবার ই-কমার্স জায়ান্ট অ্যামাজন-এর মাধ্যমে দেশটিতে আইফোন ৬ বিক্রি শুরু করা হয়, যার মূল্য ধরা হয়েছে ৩০ হাজার রুপি বা ৪৫০ মার্কিন ডলার। যেখানে আইফোন ৬এস-এর মূল্য ৭৫০ ডলার। শুধু স্পেস গ্রে রঙে পাওয়া যাচ্ছে আইফোন ৬।

শুধু ভারতেই নয় তাইওয়ান এবং চীনেও একইভাবে আইফোন ৬ বিক্রি শুরু করেছে অ্যাপল।

আগের বছর ভারতে মোট আইফোন বিক্রি হয়েছে ২৫ লাখ, যা অন্যান্য বাজারের তুলনায় কম। দেশটিতে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনগুলোর মূল্য ১৫০ মার্কিন ডলারের নিচে।

দ্রুত বর্ধমান এই স্মার্টফোন বাজারে বিক্রি বাড়াতে শীঘ্রই ভারতে নিজস্ব স্টোর এবং উৎপাদন কারখানা চালু করতে যাচ্ছে অ্যাপল।