আসছে নতুন স্মার্টফোন ‘হ্যালিও এস২৫’

দেশের বাজারে হ্যালিও এস২৫ নামে নতুন একটি স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে এডিসন গ্রুপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 10:11 AM
Updated : 6 March 2017, 10:11 AM

৭ মার্চ থেকে এই স্মার্টফোনটির প্রি-বুকিং দেওয়া যাবে। প্রি-বুকিং উপহার হিসেবে ফাস্টট্র্যাক-এর একটি ঘড়ি পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

১৩ এবং ৫ মেগাপিক্সেল-এর ডুয়াল পেছনের ক্যামেরাযুক্ত হ্যালিও এস২৫ স্মার্টফোনটিতে ১৩ মেগাপিক্সেল-এর একটি সামনের ক্যামেরা রাখা হয়েছে। ৫.৫ ইঞ্চি ফুল এইচডি  ২.৫ডি ডিসপ্লে’র সঙ্গে ব্যবহার হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। এতে ব্যবহার করা হয়েছে ৪জিবি র‍্যাম এবং ৬৪বিট অক্টাকোর ১.৯৫ প্রসেসর, ৬৪ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ আর ৩০০০ এমএএইচ-এর শক্তিশালী লি-পলিমার ব্যাটারি।

এ ছাড়াও স্প্লিট স্ক্রিন নামে একটি ফিচার যোগ করা হয়েছে যার মাধ্যমে একই স্ক্রিনে পাশাপাশি দুটি কাজ করা যাবে।

এই স্মার্টফোনের দাম রাখা হচ্ছে ২১,৯৯০ টাকা প্রি-বুকিং করার পর গ্রাহককে ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত আউটলেটে গিয়ে তিন হাজার টাকা জমা দিয়ে প্রি-বুকিং কনফার্ম করতে হবে। স্মার্টফোনটি বাজারে আসার পর গ্রাহক যেই আউটলেটে প্রি-বুকিং কনফার্ম করেছেন সেখান থেকেই বাকী ১৮,৯৯০ টাকা দিয়ে হ্যান্ডসেটটি সংগ্রহ করে নিতে পারবেন।