এ বছরই আসবে নতুন পিক্সেল

চলতি বছরের শরতে ‘পিক্সেল ২’ নামের নতুন স্মার্টফোন উন্মোচন করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল- এমন গুঞ্জনের মধ্যে এ বছরই পিক্সেল-এর পরবর্তী সংস্করণ আনা হবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির হার্ডওয়্যারবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলোহ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2017, 01:14 PM
Updated : 5 March 2017, 01:14 PM

প্রযুক্তি সাইট ভার্জ জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্টারলোহ বলেন, “এই খাতে বার্ষিক ছন্দ বজায় রাখার রীতি আছে। তাই, আপনি ধরতে পারেন যে আমরাও এটি অনুসরণ করব।”

এ বছরের ঠিক কোন সময় নতুন পিক্সেল ফোন আনা হবে তা নিয়ে নির্দিষ্ট করে কোনো সময়সীমা জানাননি গুগলের হার্ডওয়্যার প্রধান। তিনি বলেন, “আমার কাছ থেকে কোনো তারিখ না পেলেও, আপনারা এ বছর এর একটি পরবর্তী সংস্করণ আসা ধরে রাখতে পারেন।”

নতুন এই পিক্সেল স্মার্টফোনের দাম কেমন হবে? এ নিয়ে নির্দিষ্টভাবে কিছু না বললেও এর দাম বেশিই হবে বলে আভাস দিয়েছেন তিনি। “পিক্সেল প্রিমিয়াম খাতে পড়ে”- মন্তব্য তার।

চলতি বছরের জানুয়ারির শেষে এক প্রতিবেদনে জানা যায়, নতুন পিক্সেল পানিনিরোধী করা হবে আর এতে ব্যবহার করা হবে গুগলের নিজস্ব প্রসেসর।