লাখ রুপি জিতল ‘স্বপ্নযান’

ভারতের ইমপেরিয়াল সোসাইটি অফ ইনোভেটিভ ইঞ্জিনিয়ার্স আয়োজিত ফর্মুলা হাইব্রিড প্রতিযোগিতা ‘হাইব্রিড ভেইকল চ্যালেঞ্জ ২০১৭’-এ পুরস্কার জিতে এসেছে বাংলাদেশের দল ‘টিম স্বপ্নযান’।

শেখ শরফুদ্দিন রেজাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 03:05 PM
Updated : 26 Feb 2017, 03:05 PM

অনুষ্ঠানটি ১৬ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের দিল্লির বুদ্ধা ইন্টারন্যাশনাল সার্কিট-এ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি)-এর শিক্ষার্থীদের একটি দল তাদের উদ্ভাবিত হাইব্রিড ভেইকল ‘স্বপ্নযান’ নিয়ে অংশ নেয় এতে।

অন্যান্য দেশের ৭৫টি দলের মধ্যে ‘স্বপ্নযান’সহ ৪৮টি দল ভার্চুয়াল রাউন্ড পাড়ি দিয়ে মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। ব্রেক, অ্যাকসেলারেশন, অটো ক্রস, স্কিড প্যাড টেস্টিং নামের চারটি ধাপ শেষে ১৫টি দল মূল রেসিং ট্র্যাকে নামার সুযোগ পায়। এর মধ্যে ‘স্বপ্নযান’ একটি।

‘স্বপ্নযান’ সর্বনিম্ন ২০০ মিলিলিটার তেল খরচ করে আট কিলোমিটার অতিক্রম করে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। জ্বালানী সাশ্রয়ী গাড়ি বানানোর জন্যে ‘আইএসআইই গো গ্রিন অ্যাওয়ার্ড’ও ব্রেক, স্কিড প্যাড, এনডিওরেন্স টেস্টিংয়ের ফিউয়েল ইকোনমি সেগমেন্টে ভালো পারফরমেন্স দেখানোত জন্যে ‘আইএসআইই ফিউচার এইচভিচি’ পুরস্কার পায়, এ পুরস্কার হিসেবে দলটিকে এক লাখ রুপি দেওয়া হয়।

দলের সদস্য সান্নিয়াত জাহান সানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “জেতা সব সময়ই আনন্দের, তবে নিজ দেশের জন্যে অন্য দেশের মাটিতে পুরস্কার পেয়ে অনেক বেশি আনন্দ লাগছে।”

দলের অপর সদস্য মুশফিক হাসান বলেন, “আমাদের অর্জন গাড়িপ্রেমীদের আরও উৎসাহিত করবে। আমরা চাই, নতুনরা যেন এ ধরনের প্রতিযোগিতায় অংশ নেন। আর আমরা তাদের সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত।”

দলের আরেক সদস্য কামরুল হাসান বলেন, “আমরা কখনো ভাবিনি, অন্য দেশে গিয়ে এমন পুরস্কার অর্জন করব। এই অর্জন আমার জীবনের একটা স্মরণীয় মুহুর্ত হয়ে থাকবে।”