উবারের বিরুদ্ধে মামলায় ওয়েইমো

বাণিজ্যিক গোপন তথ্য এবং প্রযুক্তি চুরির দায়ে উবারের বিরুদ্ধে মামলা করেছে গুগলের স্বচালিত গাড়ির প্রতিষ্ঠান ওয়েইমো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 11:17 AM
Updated : 24 Feb 2017, 11:17 AM

উবারের স্বচালিত গাড়ির প্রতিষ্ঠান ‘ওটো’-এর বিরুদ্ধে এ আইনী লড়াই শুরু করেছে ওয়েইমো। আগের বছর ৭০ কোটি মার্কিন ডলার মূল্যে ওটো নামের এ প্রতিষ্ঠানটিকে কেনে উবার।

মামলায় অভিযোগ আনা হয়েছে ওয়েইমো’র সাবেক ব্যবস্থাপক অ্যান্থনি লেভানডস্কি প্রতিষ্ঠান ছাড়ার সময় এর তথ্য নিয়ে যান। ওয়েইমো ছেড়ে তিনি সহ-প্রতিষ্ঠাতা হিসেবে একটি ভেনচার তৈরি করেন, যা বর্তমানে ‘ওটো-তে পরিণত হয়েছে, জানিয়েছে বিবিসি।

মামলার বিষয়ে উবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তা যত্নের সঙ্গে খতিয়ে দেখা হবে।

মামলায় বলা হয়েছে, লেভানডস্কি প্রতিষ্ঠান ছাড়ার সময়, “১৪ হাজার অতি গোপনীয় তথ্য এবং নকশার ফাইল ডাউনলোড করেন।”

ওয়েইমো’র পক্ষ থেকে বলা হয়, “আমদের বিশ্বাস ওয়েইমো’র বাণিজ্যিক তথ্য এবং কৌশলী সম্পত্তি চুরির পরিকল্পনাতেই এ কাজ করা হয়েছে।”

আগের বছরই পৃথক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে ওয়েইমো। স্বচালিত গাড়ির প্রযুক্তির উন্নয়নে সম্পূর্ণ  স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে গুগলের এই প্রতিষ্ঠানটি। মামলার ব্যাপারে ওয়েইমোর’র পক্ষ থেকে এক ব্লগ পোস্টে জানানো হয়, উবারের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চালানো কষ্টকর।

“আমাদের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় উবারের সঙ্গে কাজ করছে এবং আমরা সিদ্ধান্তটা হালকাভাবে নেইনি। যদিও তাদের সঙ্গে আমারা কাজ করছি কিন্তু ব্যাপার হল আমাদের প্রযুক্তি চুরি গেছে। তাই আমাদের বিনিয়োগ রক্ষা করতে এবং এই ভিন্ন প্রযুক্তি রক্ষা করতে আমাদের অন্য কোনো উপায় নেই।”

স্বচালিত গাড়ির জন্য লিডার প্রযুক্তি চুরির অভিযোগ আনা হয়েছে উবারের বিরুদ্ধে। লিডার হল একটি লেজারভিত্তিক রেডার সিস্টেম যা স্বয়ংক্রিয় গাড়ির আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে সাহায্য করে।