আদালতে লাইভ স্ট্রিমিংয়ের দায়ে কারাদণ্ড

ওয়েলসের কার্ডিফে এক আদালতে বিচারকাজ চলাকালে ভিডিও ধারণ ও তা ফেইসবুকে লাইভ স্ট্রিমিংয়ের দায়ে এক ব্যাক্তিকে ২৮ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

রিফাত আহসানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 12:36 PM
Updated : 23 Feb 2017, 12:36 PM

ডেভিড ডেভিস নামের ৩৯ বছর বয়সী ওই ব্যাক্তি মঙ্গলবার কার্ডিফ আদালতে এলে তাকে গ্রেপ্তার করা হয় এবং আরেক ব্যাক্তির দেওয়া সাক্ষ্যপ্রমাণে তার বিরুদ্ধে আদালত অবমাননার আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় একজন বিচারক তাকে এই সাজা দেন।  

যুক্তরাজ্য এবং ওয়েলসের আদালতে ক্যামেরা ব্যবহারের অনুমতি নেই। অনলাইনে ভিডিওটি দেখার পর কেউ একজন দক্ষিণ ওয়েলসের পুলিশকে বিষয়টি সম্পর্কে সতর্ক করেন বলেও প্রতিবেদনে জানায় বিবিসি।

পুলিশ কমিশনার রিচার্ড সেলেক বলেন, “দুর্ভাগ্যবশত, এই ধরনের ঘটনা এখন প্রতিনিয়তই ঘটছে। সকল আদালতেই প্রবেশের সময় মোবাইল ফোন ব্যবহারের বিধিনিষেধ বিষয়ক প্রয়োজনীয় বিজ্ঞপ্তি টানানো আছে।”

সেলেক আরও বলেন, “এটা তাদের জন্য সতর্কবার্তা যারা মনে করেন আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।”