যুক্তরাষ্ট্রে ১৫ হাজার কর্মী নেবে অ্যাকসেনচার

যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ হাজার “উচ্চ দক্ষতার” কর্মসংস্থান তৈরি করবে বহুজাতিক আইটি প্রতিষ্ঠান অ্যাকসেনচার, শুক্রবার প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে।

ফয়সাল ইসলামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 01:49 PM
Updated : 19 Feb 2017, 01:49 PM

প্রতিষ্ঠানটি জানায়, এর ফলে ২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির মোট কর্মী সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ৬৫ হাজার ছাড়িয়ে যাবে।

বর্তমানে অ্যাকসেনচার-এ প্রায় ৩৯৪০০০-এরও বেশি কর্মী কাজ করছেন, যার মধ্যে ১৪০০০০ ভারতীয় বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সরকার যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরি করবে বলে ঘোষণা দেন।  আর এই ঘোষণার কারণে আউটসোর্সিং করে চলা সেখানকার আইটি প্রতিষ্ঠানগুলো চাপের মধ্যে আছে।

ভারতভিত্তিক বড় বড় আইটি প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সরাসরি সেবা দিতে প্রকৌশলীদের এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায়। কিন্তু এ ক্ষেত্রে অধিকাংশ সময় ভিসা কার্যক্রমের অপব্যাবহার করা হয় বলেও সমালোচনা রয়েছে।

শুক্রবার অ্যাকসেনচার আরও জানায়, তারা নতুন কর্মীদের প্রশিক্ষণ বাবদ ১৪০ কোটি ডলার খরচ করবে ও দেশটির বিভিন্ন শহরে ১০টি উদ্ভাবন কেন্দ্র চালু করবে।