৫ জুন অ্যাপলের ডেভেলপার সম্মেলন

ডেভেলপারদের নিয়ে নিজেদের সবচেয়ে বড় সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডাব্লিউডাব্লিউডিসি)-এর আসন্ন আয়োজনের তারিখ ঘোষণা করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ৫ জুন শুরু হতে যাচ্ছে এই অনুষ্ঠান, চলবে চার দিনব্যাপী।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2017, 10:43 AM
Updated : 18 Feb 2017, 10:43 AM

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানায়, প্রতিষ্ঠানটি আইওএস ১১ আর ম্যাক ওএস-এর একটি নতুন সংস্করণ উন্মোচন করতে যাচ্ছে আর তা অনেকটা ‘নিশ্চিত’। সেই সঙ্গে অ্যাপল ওয়াচ আর টিভি’র মতো হার্ডওয়্যারগুলো নিয়েও নতুন সফটওয়্যার আনা হতে পারে। মাঝে মধ্যে অ্যাপল এই ইভেন্টে নতুন পণ্য বা সেবা উন্মোচনও করে থাকে। 

সাধারণত এই ইভেন্টে সফটওয়্যারের দিকেই জোর দেওয়া হয়। এখানে আসা আইওএস বা আইফোন ও আইপ্যাডের অন্যান্য সফটওয়্যার থেকে পণ্যগুলোতে নতুন কী ফিচার আনা হবে সে সম্পর্কেও আভাস পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের স্যান হোসে’র ম্যাকএনেরি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য এই ইভেন্টে যোগ দিতে ডেভেলপাররা বসন্ত থেকেই টিকেটের জন্য আবেদন করতে পারবেন।

এ বছর অ্যাপল প্রচলিতভাবে যখন এই ইভেন্টের তারিখ ঘোষণা করে তার আগেই এ ঘোষণা দিল, বলা হয়েছে ব্রিটিশ দৈনিকটির প্রতিবেদনে।