শেয়ারবাজারে স্ন্যাপ, স্পিগেল-এর মালিকানা কত?

শেয়ারবাজারে যাত্রা শুরু করতে সম্প্রতি আইপিও নির্ধারণ করেছে ছবি শেয়ারিং ও মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট-এর মালিক প্রতিষ্ঠান স্ন্যাপ। এখন প্রতিষ্ঠানটির দুই সহ-প্রতিষ্ঠাতা ইভান স্পিগেল আর ববি মারফি কী পরিমাণ শেয়ারের মালিক হবেন?

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 03:09 PM
Updated : 17 Feb 2017, 03:09 PM

মার্কিন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি’র নথি থেকে জানা যায়, স্ন্যাপ-এর প্রতিটি শেয়ারের মূল্য ১৪ থেকে ১৬ ডলার হতে পারে। এ ক্ষেত্রে যে পরিমাণ শেয়ার ছাড়া হচ্ছে সে হিসাবে প্রতিষ্ঠানটির বাজারমূল্য হবে প্রায় ১৮০০ কোটি ডলার, এই মূল্য ২২০০ কোটি ডলারও স্পর্শ করতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

যদিও বাজারে যাত্রা শুরুর পর দ্রুত প্রতি শেয়ারের দাম বদলে যাবে, তারপরও প্রতি শেয়ার মূল্য ১৬ ডলার করে ধরা হলে স্ন্যাপ-এর শীর্ষস্থানীয়রা কে কত ডলার মূল্যের শেয়ারের মালিক হবেন তার তালিকা-

সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইভান স্পিগেল- ৪২২ কোটি ডলার।

সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ববি মারফি- ৩৬৩ কোটি ডলার।

প্রকৌশলবিষয়ক ভাইস প্রেসিডেন্ট টিম সেন- ১০.৮ কোটি ডলার।

প্রধান কৌশলবিষয়ক কর্মকর্তা- সাড়ে চার লাখ ডলার।

২০১৬ সালের সেপ্টেম্বরে স্পিগেল আর মারফি শেয়ার প্রতি ৩০.৭২ ডলার দরে কিছু শেয়ার বিক্রি করে দেন, যার মোট মূল্য ছিল প্রায় ৮০ লাখ ডলার।