নোকিয়া’র বিরুদ্ধে ব্ল্যাকবেরি’র মামলা

নোকিয়ার কিছু ট্রান্সমিটার আর সফটওয়্যার প্রোগ্রামে ব্ল্যাকবেরি’র মেধাসত্ত্ব ব্যবহার করা হয়েছে- এমন অভিযোগে টেলিযোগাযোগ ও নেটওয়ার্ক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে কানাডীয় প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 02:21 PM
Updated : 17 Feb 2017, 02:21 PM

বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে বলে বিবিসি-কে জানিয়েছে নোকিয়া। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, “আমরা এই অভিযোগ সম্পর্কে সতর্ক, আমরা তাদের দাবিগুলো ঘেঁটে দেখব আর আমাদের অধিকার রক্ষায় যে পদক্ষেপই প্রয়োজন হয় তা নেব।”

যুক্তরাষ্ট্রে করা এই মামলায় উল্লেখিত ১১টি পেটেন্ট নোকিয়ার ব্যবহার বন্ধের চেষ্টা না করে এজন্য অর্থ চাচ্ছে ব্ল্যাকবেরি। 

আদালতে ব্ল্যাকবেরি’র দাখিলকৃত নথিতে জানা যায়, নোকিয়া এই পেটেন্টগুলো সম্পর্কে অবগত ছিল আর কিছু পেটেন্ট ব্ল্যাকবেরি অর্জন করার আগে তারা কিনে নেওয়ার চেষ্টা চালিয়েছিল। এ নিয়ে নোকিয়াও আলাদা নথি দাখিল করেছে।

এর আগে ২০১২ সালে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। সে সময় আরেক পেটেন্ট নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাতে ব্ল্যাকবেরি স্মার্টফোন বিক্রি নিষিদ্ধ করে দেওয়ার আবেদন জানিয়েছিল নোকিয়া।

বর্তমানে এই দুই প্রতিষ্ঠানই নিজেরা মোবাইল ফোন বানানো বন্ধ করে দিয়েছে ও নিজেদের ব্র্যান্ড নামে থার্ড পার্টি প্রতিষ্ঠানকে মোবাইল ফোন বানানোর লাইসেন্স দিচ্ছে।