আসছে আরও চার নোকিয়া ফোন?

চলতি বছর বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডাব্লিউসি)-এ চারটি নতুন নোকিয়া ফোন উন্মোচন করা হবে, প্রযুক্তি সাইট ভেঞ্চারবিট-এর বরাতে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 02:26 PM
Updated : 15 Feb 2017, 02:26 PM

এই চার হ্যান্ডসেটের মাধ্যমে একটি হবে নোকিয়া’র এক সময়কার আলোচিত হ্যান্ডসেট ৩৩১০-এর ঢেলে সাজানো নতুন সংস্করণ। নতুন এই সংস্করণের দাম ৫৯ ইউরো রাখা হবে বলে ধারণা করা হচ্ছে।

এই হ্যান্ডসেটের সঙ্গে নোকিয়া হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নোকিয়া ৫ আর নোকিয়া ৩ নামের দুটি ‘কমদামি’ হ্যান্ডসেট বের করবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর জানুয়ারিতে ফিনল্যান্ডভিত্তিক উৎপাদক প্রতিষ্ঠানটি স্বদেশীয় এক সময়কার মোবাইল ফোন জায়ান্ট প্রতিষ্ঠানটির ব্র্যান্ড নাম ব্যবহার করে নোকিয়া ৬ উন্মোচন করে, যদিও তা শুধু চীনের বাজারেই সীমাবদ্ধ রাখা হয়।

নোকিয়া ৩-এর দাম ১৪৯ ইউরো, নোকিয়া ৫-এর দাম ১৯৯ ইউরো আর নোকিয়া ৬-এর দাম ২৪৯ ইউরো রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে নোকিয়া ৬ কি অন্য কোনো বাজারে আনা হবে কিনা তা নিয়ে কিছু জানায়নি সংবাদমাধ্যমটি। 

চলতি বছর ২৭ ফেব্রুয়ারি স্পেনের বার্সালোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শুরু হবে যা চলবে ২ মার্চ পর্যন্ত।