ফের জিজ্ঞাসাবাদের মুখে স্যামসাং প্রধান

রাজনৈতিক দুর্নীতি ও জালিয়াতির ঘটনার তদন্তের অংশ হিসেবে স্যামসাং প্রধান লি জায়ে-ইয়ংকে ঘুষ কর্মকাণ্ডের বিষয়ে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য আবারও সমন জারি করবে তদন্তকারী দল, জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার বিশেষ কৌসুলি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 12:45 PM
Updated : 12 Feb 2017, 12:45 PM

স্পেশাল প্রসিকিউশনের মুখপাত্র লি কিউ-চুল জানান, লি-এর বিরুদ্ধে আবারও আটকের পরোয়ানা চাওয়া হবে কিনা তা নিয়ে সোমবার জিজ্ঞাসাবাদের পর সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার লি-এর সঙ্গে আরও স্যামসাং নির্বাহীকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওই মুখপাত্র, খবর রয়টার্স-এর।  

এর আগে জানুয়ারিতে স্পেশাল প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়, লি পারিবারিক ব্যবসায় নিজের নিয়ন্ত্রণ পাকা করতে এবং অন্যান্য আরও কিছু সুবিধা পেতে পার্কের বন্ধু চোই সুন-সিল সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনে মোট প্রায় তিন কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঘুষ দিয়েছেন। সে সময় তাকে আটকের পরোয়ানা চাওয়া হলেও আদালত তা নাকচ করে দেয়।

২০১৪ সালে লি’র বাবা স্যামসাং গ্রুপের প্রধান লি কুন-হি হৃদরোগের কারণে ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব পরিচালনায় অক্ষম হয়ে পড়লে ৪৮ বছর বয়সী লি কার্যত স্যামসাং গ্রুপের প্রধান হিসেবে কাজ করা শুরু করেন।