অকেজো ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাইট

রোববার অকার্যকর হয়ে পড়েছিল ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 12:41 PM
Updated : 12 Feb 2017, 12:41 PM

আইএএনএস জানায়, ওয়েবসাইটের হোম পেইজ খালি দেখাচ্ছিল আর সাইটটি অ্যাকসেস করা যাচ্ছিল না। রোববার সকাল থেকে এই সমস্যা দেখা যায় বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

মন্ত্রণালয়ের মুখপাত্র কে.এস. ধাতওয়ালিয়া বলেন, “সাইটটিতে কখন থেকে এই সমস্যা শুরু হয় তা আমি জানি না। ত্রুটি খুঁজে পাওয়ার পর এ নিয়ে বিস্তারিত জানা যাবে।”

“আমরা দেখছি”- যোগ করেন তিনি। ঠিক কখন এ সমস্যা শুরু হয় তা নিয়ে নিশ্চিত নন বলেও জানান তিনি। 

এর আগে তিনি জানান, সাইটটি পুনর্গঠন করা হচ্ছে আর এটি কোনো হ্যাকিংয়ের ঘটনা নয়।

ভারতের সব সরকারি ওয়েবসাইটের মতো এই সাইটও দেখাশোনা করে দেশটির ন্যাশনাল ইনফোরম্যাটিক্স কমিশন।

ভারতের সরকারি ওয়েবসাইটগুলো প্রায়ই সন্দেহভাজন পাকিস্তানি হ্যাকারদের আক্রমণের শিকার হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। এ খবর প্রকাশের আগের সপ্তাহে দেশটির সরকার লোকসভায় জানানো হয়, শেষ চার বছরে দেশটির কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সঙ্গে যুক্ত সাতশ’রও বেশি সাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে।

বিশেষজ্ঞদের ভাষ্যমতে, ভারতীয় সাইটগুলো এত বেশি হ্যাকিংয়ের শিকার হওয়ার কারণ হচ্ছে নিরাপত্তা ঘাটতি।

এ খবর প্রকাশের সময়ও ওই সাইটে অ্যাকসেস করা সম্ভব হয়নি।