এটিএম হ্যাকারের আট বছর কারাদণ্ড

বিশ্বব্যাপী অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে সাড়ে পাঁচ কোটি ডলার হাতিয়ে নিতে চালানো তিনটি সাইবার আক্রমণের পেছনে থাকা এক মূলহোতাকে যুক্তরাষ্ট্রে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2017, 04:08 PM
Updated : 11 Feb 2017, 04:08 PM

এরকান ফিন্ডিকোগলু নামের ওই তুর্কি হ্যাকার অনলাইনে ‘সিগেইট’, ‘প্রিডেটর’ ও ‘অরিওন’ ছদ্মনাম ব্যবহার করতেন। ২০১৬ সালের মার্চে কম্পিউটারে অনধিকার অ্যাকসেস নেওয়া সংক্রান্ত ষড়যন্ত্র ও অন্যান্য অভিযোগে তিনি দোষ স্বীকার করে নেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক জেলা আদালতের বিচারক কিয়ো মাৎসুমোতো ৩৫ বছর বয়সী এই হ্যাকারকে আট বছরের কারাদণ্ড দেন বলে জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ওই হ্যাকারের ইতিহাসের অন্যতম সফল ব্যাংক চুরির একজন নেতা। এই আক্রমণে হ্যাকাররা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড প্রতিষ্ঠানগুলোর সিস্টেমে অনুপ্রবেশ করার মাধ্যমে কোটি কোটি ডলার হাতিয়ে নেয়।