আইএমডিবি মেসেজ বোর্ড বন্ধ

নিজেদের মেসেজ বোর্ড বন্ধ করার ঘোষণা দিয়েছে মুভি রেটিং সাইট আইএমডিবি (ইন্টারনেট ডেটাবেস)। মাসিক  প্রায় ২৫ কোটি ব্যবহারকারীর এই সাইট জানিয়েছে, এই সাইটের চ্যাটিং প্ল্যাটফর্ম এখন আর ব্যবহারকারীদের ‘নাগালে’ থাকছে না।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2017, 12:56 PM
Updated : 7 Feb 2017, 12:56 PM

এই সাইটে জানায়, এখন মানুষ মুভি আর অভিনেতাদের ব্যাপারে আইএমডিবি-এর সামাজিক মাধ্যমগুলোতে কথা বলছেন। গণমাধ্যমের এক ধারাভাষ্যকার বলেছেন, এসব বোর্ড অত্যন্ত “জঘন্য” এবং বন্ধ করার যোগ্য। বিবিসি’র তথ্যমতে, আইএমডিবি জানিয়েছে তারা নিজেদের মধ্যে “বিস্তারিত আলোচনার” মাধ্যমে মেসেজ বোর্ড বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে আলোচনায় আরও বলা হয়েছে অধিকাংশ ব্যবহারকারীর কাছে এই বোর্ড খুব একটা “ইতিবাচক অভিজ্ঞতা” ছিল না।

এতে আরও বলা হয়, এই বোর্ড ব্যবহারকারী আর বিশ্লেষকদের ব্যবহার বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইএমডিবি জানিয়েছে তাদের সম্পাদক আর অন্যান্য কর্মচারীরা এখন টুইটার আর ফেইসবুকে সাইট ব্যবহারকারীদের সঙ্গে বেশি যোগাযোগ করছেন।

বোর্ড আর গোপন মেসেজিং সিস্টেম ২০ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

“এই সিদ্ধান্তের জন্য আইএমডিবি মেসেজ বোর্ড ব্যবহারকারীদের যদি কোনোরকম সমস্যা হয়ে থাকে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত,” এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়।