কাদের ‘ফলো’ করেন ট্রাম্প?

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যম ও মাইক্রোব্লগিং সাইটগুলোতে সবচেয়ে আলোচিত ব্যাক্তিদের মধ্যে একজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের টুইটার অ্যাকাউন্টে বরাবরই সরব তিনি, নিয়মিতই নতুন নতুন টুইটে জন্ম দিচ্ছেন আলোচনার। কিন্তু এই টুইটার ব্যবহারকারী কাদের তার টুইটার অ্যাকাউন্ট থেকে কাদের ফলো করছেন? এ তালিকা প্রকাশ করেছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2017, 02:18 PM
Updated : 5 Feb 2017, 02:18 PM

যেসব অ্যাকাউন্ট ফলো করছেন মার্কিন প্রেসিডেন্ট, সেগুলোর তালিকা-

১. মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি ডোনাল্ড ট্রাম্প-এর তৃতীয় স্ত্রী। তারা বিয়ে করেন ২০০৫ সালে।

২. ট্রাম্প-এর বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও পুত্রবধূ ভেনেসা ট্রাম্প।

৩. ডোনাল্ড ট্রাম্প-এর বড় মেয়ে ইভানকা ট্রাম্প।

৪. নিজের তৃতীয় সন্তান এরিক ট্রাম্প এবং তার স্ত্রী লারা ট্রাম্প।

৫. ডোনাল্ড ট্রাম্প ও তার দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপেলস -এর একমাত্র মেয়ে টিফানি ট্রাম্প।

৬. নিজের প্রতিষ্ঠিত মূল প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন।

৭. ট্রাম্প-এর মূল প্রতিষ্ঠানের আওতায় প্রতিষ্ঠিত সব প্রকল্পের জন্য টুইটারে আছে আলাদা আলাদা অ্যাকাউন্ট। এগুলো হচ্ছে- ট্রাম্প গলফ, ট্রাম্প ওয়াইকিকি হোটেল, ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ কোর্স অ্যান্ড হোটেল, ট্রাম্প ভেগাস হোটেল, ট্রাম্প হোটেল শিকাগো, ট্রাম্প ওয়াশিংট্ন ডিসি গোলফ কোর্স, ট্রাম্প লস অ্যাঞ্জেলস গলফ কোর্স।

৮. মাইকেন কোহেন, তিনি ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে এক যুগের বেশি সময় ধরে কাজ করে আসছেন। এখন তিনি ট্রাম্প-এর ব্যাক্তিগত আইনজীবী হয়েই কাজ করবেন।

৯. যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

১০. রিপাবলিকান ন্যাশলাল কমিটি-এর প্রাক্তন চেয়ারম্যান রেইনস প্রিবাস।

১১. ডোনাল্ড ট্রাম্প-এর সহযোগী ও হোয়াইট হাউস-এর সামাজিক মাধ্যম পরিচালক ড্যান স্কাভিনো।

১২. ট্রাম্প-এর সাবেক প্রচারণা ব্যবস্থাপক কোরি লেওয়ানডস্কি।

১৩. ক্যাটরিনা পিয়ারসন, তিনি ট্রাম্প-এর প্রচারণার মুখপাত্র হয়ে কাজ করেছেন।

১৪. অভিনেত্রী রোমা ডাউনি, যিনি বিভিন্ন টিভি অনুষ্ঠান প্রযোজনাও করেছেন।

১৫. ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট-এর চেয়ারম্যান ভিন্স ম্যাকম্যাহন।

১৬. মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-এর “‘দ্য ও’রাইলি ফ্যাক্টর’’ অনুষ্ঠানের উপস্থাপক বিল ও’রাইলি।

১৭. সাবেক পেশাদার গলফ খেলোয়াড় গ্যারি প্লেয়ার।

১৮. ফক্স নিউজ-এর উপস্থাপক লরা ইনগ্রাম।

১৯. লেখক ও ফক্স নিউজ উপস্থাপক এরিক বোলিং।

২০. ফক্স নিউজ উপস্থাপক ও রেডিও প্রোগ্রাম ‘দ্য শন হ্যানিটি শো’-এর উপস্থাপক শন হ্যানিটি।

২১. ফক্স নিউজ-এর শো ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ এর টুইটার অ্যাকাউন্ট।

২২. ফক্স নিউজ-এর মতামতভিত্তিক ওয়েবসাইট ফক্স নেশন-এর টুইটার অ্যাকাউন্ট।

২৩. ফক্স নিউজ-এর সাবেক উপস্থাপক গেরাল্ডো রিভেরা।

২৪. সংবাদমাধ্যম এমএসএনবিসি-এর উপস্থাপক গ্রেটা ভ্যান সুসটেরেন।

২৫. মিকা বারজিনস্কি এবং জো স্ক্যারবোরাফ, তারা এমএসএনবিসি-এর ‘মর্নিং জো’ অনুষ্ঠানের উপস্থাপক।

২৬. সংবাদ সমন্বয়কারী সাইট ড্রাজ রিপোর্ট।

২৭. রাজনৈতিক মতামতদাতা ও লেখক অ্যান কোল্টার।

২৮. ব্রিটিশ সংবাদ মাধ্যম মেইল অনলাইন-এর সম্পাদক পিয়ার্স মরগান।

২৯. ট্রাম্প সমর্কদের জন্য খোলা ‘টিম ট্রাম্প’ নামের একটি অফিসিয়াল অ্যাকাউন্ট।