দেশে এল নতুন নোকিয়া ফোন

বাংলাদেশের বাজারে নোকিয়া ১৫০ নামে ডুয়াল সিমের নতুন একটি মোবাইল ফোন বিপনণের ঘোষণা দিয়েছে ‘এইচএমডি গ্লোবাল ওওয়াই’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2017, 11:58 AM
Updated : 1 Feb 2017, 11:58 AM

‘নোকিয়া’ ব্র্যান্ড নামে মোবাইল ফোন ছাড়ার সত্ত্বাধিকার পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এইচএমডি নতুন এই হ্যান্ডসেটটি বাজারে ছাড়ার ঘোষণা দিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে পাঠানো এক বিবৃতিতে এইচএমডি’র পক্ষ থেকে বলা হয়- এই সেটের আবরণে থাকবে পলিকার্বনেট শেল, যার ফলে এতে কোনো স্ক্র্যাচ বা দাগ পড়বে না।

এতে রয়েছে এফএম রেডিও ও এমপি থ্রি প্লে­য়ার। নকিয়া ১৫০ সেটটির স্ক্রিন ২.৪ ইঞ্চি এবং এই সেটের কিপ্যাড খুব সহজেই ব্যবহার করা যাবে বলে দাবী নির্মাতাদের।

ফোনসেটটির ব্যাটারি এক বার চার্জ দিলে ২২ ঘণ্টা পর্যন্ত টকটাইম পাওয়া যাবে আর স্ট্যান্ডবাই টাইম হবে ২৫ দিন। এটি চার্জ হবে মাইক্রো-ইউএসবি চার্জারে। এ ছাড়া ফোনসেটটিতে রয়েছে এলইডি টর্চলাইট।

নকিয়া ১৫০ হ্যান্ডসেটটির সঙ্গেই বিভিন্ন গেইম দিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া গেমলফট২-এর ‘নিটরো রেসিং’ গেইমটি কিনে ডাউনলোড করা যাবে।