প্যাক-ম্যান জনকের জীবনাবসান

চলে গেলেন ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান বানদাই নামকো-এর প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় গেইম 'প্যাক-ম্যান'-এর জনক মাসায়া নাকামুরা। তার বয়স ছিল ৯১ বছর।

আহমেদ ইফতিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2017, 12:03 PM
Updated : 31 Jan 2017, 12:03 PM

জাপানের একটি ডিপার্টমেন্ট স্টোরের ছাদে অ্যামিউজমেন্ট রাইড হিসেবে দুটি বৈদ্যুতিক ঘোড়া স্থাপনের মাধ্যমে পেশাদার জীবনে নাকামুরা যাত্রা শুরু করেন। তার প্রতিষ্ঠিত নাকামুরা ম্যানুফ্যাকচারিং পরবর্তীতে ১৯৫৬ সালে নাকামুরা অ্যামিউজমেন্ট মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি (নামকো) -তে রূপ নেয়। নামকো’র ব্যানারেই ১৯৮০ সালে প্যাক-ম্যান গেইমটি প্রকাশিত হয়।

গেইমিং ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০৭ সালে জাপান সরকারের পক্ষ থেকে 'অর্ডার অফ দ্য রাইজিং সান' সম্মাননা লাভ এবং ২০১০ সালে আন্তর্জাতিক ভিডিও গেইম হল অফ ফেইম-এ স্থান করে নেন।

ছবি- রয়টার্স

মৃত্যুর আগ পর্যন্ত নাকামুরা বানদাই নামকো-এর বিশেষ উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে বিবিসি।

তরু ইওয়াতানি নির্মিত ও নামকো প্রকাশিত প্যাক-ম্যান সর্বকালের সবচেয়ে বেশি আয় করা আর্কেড গেইম হিসেবে ২০১৬ সালে ইউএস গেইম ওয়েবসাইট তালিকায় শীর্ষস্থান দখল করে নেয়।