ভিআর প্রসারে ফেইসবুকের প্রচেষ্টা

সাধারণ মানুষের মধ্যে ফেইসবুকের নিজস্ব ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তি 'অকুলাস রিফট'-এর ব্যাপক প্রসারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে পপ-আপ স্টোর খুলেছে প্রতিষ্ঠানটি।

আহমেদ ইফতিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 01:50 PM
Updated : 23 Jan 2017, 01:50 PM

ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার জানায়, ২০১৪ সালে অকুলাস কিনে নেওয়ার পর দুই বছরে ভার্চুয়াল রিয়ালিটি ক্ষেত্রে ফেইসবুকের প্রচেষ্টা তুলে ধরতে অকুলাস রিফট ভিআর হেডসেটে ছয় মিনিটের একটি ডেমো প্রদর্শিত হচ্ছে এ স্টোরগুলোতে। খুবই স্বল্পদৈর্ঘ্যের কিছু দৃশ্য নিয়ে তৈরি এ ডেমোতে দর্শকরা দূরের কোনো দ্বীপে ভেসে থাকা নৌকা, ইয়ার্টে বসবাসকারী মঙ্গোলীয় পরিবার, মহাশূন্যে ভাসমান অ্যাস্টরয়েড ফিল্ড, হাতির দল এমনকি ডাইনোসরের সঙ্গে ঘুরে বেড়ানোর অনুভূতি পাবেন।

ডেমোটিতে আপাতত কোনো হ্যান্ড কনট্রোল যুক্ত করা হয়নি, এর অভিজ্ঞতা শুধু ভার্চুয়াল ওয়ার্ল্ডে ঘুরে বেড়ানো এবং দর্শনানুভূতিকে তৃপ্ত করার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এ প্রযুক্তির সাহায্যে দর্শকদের মুভি বা গেইমের কাহিনীর সঙ্গে আরও ঘনিষ্ঠ পর্যায়ে নিয়ে যাওয়া ছাড়াও তাদের চমৎকৃত করার নানা উপাদান যুক্ত করার সুযোগ থাকছে।

এখনও পর্যন্ত অকুলাস রিফটে আইম্যাক্স বা থ্রিডি মুভি ধাঁচের অভিজ্ঞতা পাওয়া গেলেও ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তিক্ষেত্রে এখনও ব্যাপক উন্নতির সুযোগ রয়েছে। তবে সাধারণ জনগণের মধ্যে সাড়া ফেলতে এ ডেমোটি ভালোই সফলতার মুখ দেখছে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।