শীঘ্রই আসছে না গ্যালাক্সি এস৮

চলতি বছর অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডাব্লিউসি)-এ গ্যালাক্সি এস৮ স্মার্টফোন উন্মোচন করবে না স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 07:59 AM
Updated : 23 Jan 2017, 08:00 AM

দক্ষিণ কোরীয় ইলেক্ট্রনিক জায়ান্ট-এর মোবাইল বিভাগের প্রধান কোহ ডং-জিন জানান, আগের গ্ল্যালাক্সি এস৭ সিরিজের স্মার্টফোনগুলোর মতো ২৭ ফেব্রুয়ারি স্পেনের বার্সালোনায় শুরু হতে যাওয়া এমডাব্লিউসি-তে প্রতিষ্ঠানের এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট বেরা করা হবে না। 

বিস্ফোরণ আর অগ্নিঝুঁকির কারণে বাজার থেকে চিরতরে তুলে নেওয়া গ্যালাক্সি নোট ৭-এর পর গ্যালাক্সি এস৮-ই হবে প্রতিষ্ঠানটির প্রথম প্রিমিয়াম স্মার্টফোন মডেল এই স্মার্টফোনটি ঠিক কবে বের করার পরিকল্পনা করা হয়েছে তা নিয়ে কোহ কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে রয়টার্স।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে এমডাব্লিউসি-তেই গ্যালাক্সি এস৭ উন্মোচন করেছিল স্যামসাং। আর এই স্মার্টফোন বিক্রি শুরু হয়েছিল সে বছর মার্চে।

আসন্ন গ্যালাক্সি এস৮-এর সঙ্গে চালু হতে যাওয়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিক্সবি নিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে নানা গুঞ্জন প্রকাশ পেয়েছে। ওই প্রতিবেদন থেকে জানা যায়, সিরি আর গুগল অ্যাসিস্ট্যান্ট-এর বিপরীতে আনতে যাওয়া স্যমসাংয়ের এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বাস্তব পদার্থ শনাক্ত করতে হ্যান্ডসেটের ক্যামেরার সর্বোচ্চ সুবিধা নেবে।