অ্যাপলে শেয়ার বাড়াল ব্ল্যাকরক

বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকরক মার্কিন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলে তাদের শেয়ারের অংশ বাড়িয়েছে। বর্তমানে অ্যাপলে ব্ল্যাকরকের ৩২ কোটি ২০ লাখ শেয়ার হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2017, 03:02 PM
Updated : 21 Jan 2017, 03:02 PM

বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি বাজারে থাকা অ্যাপলের শেয়ারগুলোর মধ্যে ৬.১ শতাংশের অধিকারী। এর আগে যা ছিল ৫.৭ শতাংশ, জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার।

ব্ল্যাকরক অ্যাপলের ৩৮৪০ কোটি লাখ ডলার মূল্যের শেয়ারের অংশীদার এবং প্রতিটি শেয়ারের মূল্য ১১৯ ডলার।

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুধু অ্যাপলই নয়, ব্ল্যাকরক বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক, প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচপি এবং সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট-এর মতো প্রতিষ্ঠানের পাঁচ শতাংশেরও বেশি শেয়ারের অংশীদার।

ব্ল্যাকরক-এর প্রধান পরিচালন কর্মকর্তা সু ওয়াগনার-এর জন্য অ্যাপল একটু বেশি পছন্দের, বলা হয়েছে মার্কিন সাইটটির প্রতিবেদনে। তিনি ২০১৪ সালে অ্যাপলের পরিচালনা পর্ষদে যোগ দিয়েছিলেন।

চলতি বছরের শুরুতে অ্যাপলের শেয়ার মূল্য প্রায় ১৪ মাসের মধ্যে শীর্ষে উঠে।