টুইটারের অ্যাপ তৈরির প্ল্যাটফর্ম কিনছে গুগল

অ্যাপ বানানোর জন্য মাইক্রোব্লগিং সাইটটির ডেভেলপার প্ল্যাটফর্ম ফ্যাব্রিক-কে কিনে নিচ্ছে মার্কিন ওয়েব জায়ান্টটি। তবে এই প্ল্যাটফর্ম ক্রয়ে অর্থের অংক জানায়নি দুই প্রতিষ্ঠানের কেউ-ই, জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেসদ ইনসাইডার। 

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 01:06 PM
Updated : 19 Jan 2017, 01:06 PM

২০১৬ সালে এক প্রতিবেদনে শোনা গিয়েছিল, ডিজনি আর সেলসফোর্সের সঙ্গে টুইটার ক্রয়ের নিলামে অংশ নিচ্ছে গুগলও। কিন্তু পরবর্তীতে এমন কোনো প্রস্তাবনার সিদ্ধান্ত পাওয়া যায়নি।

ক্রাশলিটিক্স, অ্যান্সারস অ্যান্ড ফাস্টলেন- এর মতো মোবাইল অ্যাপ নির্মাণের প্ল্যাটফর্ম ফেব্রিক এখন থেকে সার্চ জায়ান্ট গুগল-এর একই কাজে অগ্রগামী ডেভেলপার প্রডাকশন বিভাগের অংশ হতে যাচ্ছে।

এক ব্লগ পোস্টে টুইটার জানায়, ২০১৪ সাল থেকে এই প্ল্যাটফর্ম চালুর পর থেকে ২৫ লাখ মোবাইল ডিভাইসের অ্যাপ তৈরির জন্য প্রায় ৫৮০,০০০ জন ডেভেলপার ফ্যাব্রিক-এর টুল ব্যবহার করেছেন।

টুইটারের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেফ সিবার্ট টুইটারে এক বার্তায় জানান, তিনি গুগলের সঙ্গে আসছেন না। তার পরিবর্তে, গুগলে স্থানান্তরের পর ফ্যাব্রিক-এর দায়িত্ব নিতে যাচ্ছেন টুইটার-এর রিচ প্যারেট।