শুরু হচ্ছে সায়েন্স ফিকশন ফেস্টিভাল ২০১৭

দেশে তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে সায়েন্স ফিকশন ফেস্টিভাল। রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার (পাবলিক লাইব্রেরি) প্রাঙ্গনে ০৬ জানুয়ারি সকাল ১১টায় শুরু হয়ে ফেস্টিভাল চলবে ০৭ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2017, 04:12 PM
Updated : 4 Jan 2017, 04:13 PM

দুইদিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি (বিএসএফএস)।

আয়োজকরা জানান, এবারের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর মেয়র আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির সভাপতি মোশতাক আহমেদ।

“এসো এসো, সায়েন্স ফিকশন ফেস্টিভাল ২০১৭ তে এসো; হারিয়ে যাও কল্পবিজ্ঞানের রোবট এলিয়েনের অজানা জগতে”- স্লোগান নিয়ে এই ফেস্টিভালে থাকছে বই মেলার আয়োজন। মেলায় বিভিন্ন প্রকাশনার বিজ্ঞানবিষয়ক বই ২৫ শতাংশ কমিশনে কেনা যাবে। উৎসবের সর্বোচ্চ সংখ্যক বই ক্রেতার জন্য থাকবে বিশেষ পুরস্কার।

অনুষ্ঠানে থাকবে মানুষের মতো দেখতে রোবট ‘ইবো’।  রোবটটি মানুষের মতো কথা বলে মেলায় আগত দর্শনার্থীদের মুগ্ধ করবে বলেই আশা আয়োজকদের।

এবারের ফেস্টিভালে শেষ দুবছরের কার্যক্রমের মূল্যায়ন করে পাঁচজনকে ক্রিয়েটিভ সদস্য সম্মাননা, সায়েন্স ফিকশন লেখক দীপু মাহমুদকে সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার-২০১৫ প্রদান, সিমুলেশন ভিডিও গেইম প্রতিযোগিতা, মাস্টার টাইপার প্রতিযোগিতা, আসিফ চৌধুরিকে সায়েন্স ফিকশন ছোটগল্প লেখার জন্য পুরস্কার, বিজ্ঞান আনন্দ পত্রিকার মোড়ক উন্মোচন, সায়েন্স ফিকশন লেখকদের সঙ্গে আড্ডা, এলিয়েন উৎসব, সায়েন্স ফিকশন বইমেলা, সর্বোচ্চ বইক্রেতার জন্য বিশেষ পুরস্কার, রিমোট কনট্রোল গাড়ি চালানো প্রতিযোগিতা এবং ড. মুহম্মদ জাফর ইকবালকে সম্মাননা দেওয়া হবে।

দ্বিতীয়দিন ড. মুহম্মদ জাফর ইকবালকে সায়েন্স ফিকশনে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।