এলসিডি: এলজি’র সঙ্গে টেবিলে স্যামসাং

টেলিভিশনের এলসিডি প্যানেল সরবরাহ নিয়ে চুক্তি করতে দক্ষিণ কোরিয়ার এলজি ডিসপ্লে’র সঙ্গে আলোচনা করছে স্বদেশীয় ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2017, 12:33 PM
Updated : 4 Jan 2017, 12:33 PM

বুধবার দক্ষিণ কোরীয় ইয়োনহাপ সংবাদ সংস্থা এমন খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাস-এ প্রযুক্তি পণ্য প্রদর্শনী অনুষ্ঠান সিইএস-এ স্যামসাংয়ের টিভি ব্যবসায়ের প্রধান কিম হিউন-সাক বলেন, “এখনও নির্দিষ্টভাবে কিছু ঠিক হয়নি কিন্তু দুই প্রতিষ্ঠান এই বিষয়ের উপর সতর্কভাবে ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”

২০১৬ সালে ডিসেম্বরে এক খবরে জানা যায়, যৌথ উদ্যোগ থেকে ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাংয়ের কাছে টিভি প্যানেল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জাপানের শার্প ও তাইওয়ানের ফক্সকন। এই বিভাগ থেকে লোকসান আসতে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। এই যৌথ প্রকল্পের সবচেয়ে বড় গ্রাহক স্যামসাং-ই। প্রতিবছর দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি এই প্রকল্পের কাছ থেকে ২০ থেকে ৩০ লাখ প্যানেল কিনে থাকে।

এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত হওয়ার পর স্বদেশীয় এলজি’র দিকেই ফিরেছে স্যামসাং, সে সময় এমন খবর প্রকাশ করে দক্ষিণ কোরীয় এক দৈনিক। শার্প, স্যামসাং আর এলজি এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

২০১৬ সালের মার্চ পর্যন্ত শার্প ৫৮ লাখ টিভি বিক্রি করেছে।