নিলসেন-এর চোখে ২০১৬ সালের সেরা অ্যাপ

ফেইসবুক আর গুগলের বছরজুড়ে থাকা শীর্ষ অ্যাপের তালিকা প্রকাশ করেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান নিলসেন।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2016, 02:52 PM
Updated : 30 Dec 2016, 02:56 PM

২০১৫ সাল থেকে ১৪ শতাংশ প্রবৃদ্ধি আর প্রতি মাসে ১৪ কোটি ৬০ লাখেরও বেশি ইউনিক ব্যবহারকারী নিয়ে তালিকার শীর্ষস্থান দখল করে আছে ফেইসবুক। তা ছাড়াও প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-এর তথ্যমতে, বছর জুড়ে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির মালিকাধীন মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম-এর প্রবৃদ্ধি ছিল ৩৬ শতাংশেরও বেশি। তবে, বছরের শেষভাগে ফেইসবুকের চেয়ে গুগলের অ্যাপগুলোই তালিকার শীর্ষস্থান দখল করে ছিল।

নিয়েলসেন-এর প্রকাশিত তালিকা অনুসারে, সেরা স্মার্টফোন অ্যাপগুলো হল-

১। ফেইসবুক

২। ফেইসবুক মেসেঞ্জার

৩। ইউটিউব

৪। গুগল ম্যাপস

৫। গুগল সার্চ

৬। গুগল প্লে

৭। জিমেইল

৮। ইনস্টাগ্রাম

৯। অ্যাপল মিউজিক

১০। অ্যামাজন অ্যাপ

ছবি- নিলসেন

নিলসেন-এর এই তালিকায় ২০১৬ সালে সবচেয়ে অগ্রগতি দেখা যায় অ্যামাজনের। মোবাইল শপিংয়ে মানুষের উৎসাহের ছাপ পড়েছে অ্যামাজনের মোবাইল অ্যাপে, যা ২০১৫ সালের তুলনায় মাসিক বৃদ্ধি বাড়িয়েছে ৪৩ শতাংশেরও বেশি।

নিলসেন- এর জরিপে আরও দেখানো হয়েছে, বছরের শুরুতে ৮৬ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে মোবাইল অ্যাপ ব্যবহার করলেও বছরের শেষে স্মার্টফোন ব্যবহারকারী সাবস্ক্রাইবার দাঁড়ায় ৮৮ শতাংশতে। ব্যবহারকৃত ফোনের প্রায় অর্ধেক (৫৩ শতাংশ) অ্যান্ড্রয়েড, ৪৫ শতাংশ আইওএস আর দুই শতাংশ উইন্ডোজচালিত। এক শতাংশ শেয়ার নিয়ে ব্ল্যাকবেরিও রয়েছে এই তালিকায়।