পাইরেসির শীর্ষে গেইম অফ থ্রোনস

না, এই শীর্ষস্থান আসলে নির্মাতার জন্য কোনো আনন্দদায়ক খবর নয়। ২০১৬ সালেও পাইরেসিতে শীর্ষে অবস্থান করছে জনপ্রিয় টিভি সিরিজ গেইম অফ থ্রোনস। টরেন্ট ক্লায়েন্ট বিটটরেন্ট-এর তথ্যানুসারে আগের পাঁচ বছর ধরেই শীর্ষে রয়েছে এই ফ্যান্টাসি ড্রামা সিরিজটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2016, 11:57 AM
Updated : 27 Dec 2016, 11:58 AM

ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, সিরিজটির সিজন ৬ শেষে এটির টরেন্ট অনলাইনে শেয়ার হয়েছে সাড়ে তিন লাখ।

পাইরেসি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘দ্য ওয়াকিং ডেড’। তবে, নেটফ্লিক্স-এর মতো স্ট্রিমিং সেবার জন্য এ বছর গেইম অফ থ্রোনস আগের কোনো রেকর্ড ভাঙতে পারেনি।

রেকর্ড গড়তে না পারলেও এটা ধারণা করার কারণ নেই যে পাইরেসি কমছে। ‘কোডি’-এর মতো সাইটগুলো গ্রাহককে সিরিজগুলো ডাউনলোড না করেই স্ট্রিমিং করার সুযোগ দিচ্ছে। তাই বলা যেতে পারে পাইরেসি সম্ভবত নতুন রূপ পেয়েছে কেবল।

ট্রেরেন্টফ্রিক-এর পক্ষ থেকে বলা হচ্ছে ডাউনলোডের মানও বাড়ছে, কারণ টিভি এবং ফোনে এইচডি পর্দা এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

“সাম্প্রতিক বছরগুলোতে অনেক গ্রাহকই ৪৮০পি থেকে ৭২০পি এবং ১০৮০পি ভিডিওতে সরে গেছেন, ভালো ব্রডব্যান্ডের উপস্থিতির কারণেই তা হয়েছে,” জানায় টরেন্টফ্রিক।

এক নজরে ২০১৬ সালের শীর্ষ পাইরেসি সিরিজ:

১. গেইম অফ থ্রোনস

২. দ্য ওয়াকিং ডেড

৩. ওয়েস্টওয়ার্ল্ড

৪. দ্য ফ্ল্যাশ

৫. অ্যারো

৬. দ্য বিগ ব্যাং থিওরি

৭. ভাইকিংস

৮. লুসিফার

৯. সুটস

১০. দ্য গ্র্যান্ড টুর