বছরজুড়ে ফেইসবুকের আলোচিত ১০

১৭০ কোটিরও বেশি মাসিক সক্রিয় গ্রাহক নিয়ে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক। পুরো বছর জুড়ে নানা ঘটনার আলোচনা, সমালোচনা, বাক-বিতণ্ডা জায়গা নিয়েছে সামাজিক মাধ্যমটিতে।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2016, 02:43 PM
Updated : 9 Dec 2016, 02:43 PM

বছরে জুড়ে এই প্লাটফর্মে আলোচিত সেরা ১০ ঘটনার তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি, তালিকা রয়েছে শুধু যুক্তরাজ্যের ফেইসবুকের সেরা ১০ ঘটনাও। ব্রিটিশ ট্যাবলয়েড মিরর-এর প্রতিবেদনে জানা যায়, ২০১৬ সালে সারাবিশ্বে ফেইসবুকে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন’ সবার উপরে স্থান নিলেও, যুক্তরাজ্যের তালিকায় শীর্ষস্থানটা দখল করে রেখেছে ব্রেক্সিট।   

বিশ্বজুড়ে সেরা ১০-

১। মার্কিন নির্বাচন

২। ব্রাজিলের রাজনীতি

৩। পোকিমন গো

৪। ব্ল্যাক লাইভস ম্যাটার

৫। রডরিগো দুটারটে আর ফিলিপিন্স-এর প্রেসিডেন্সিয়াল নির্বাচন

৬। অলিম্পিক

৭। ব্রেক্সিট

৮। সুপার বোল

৯। ডেভিড বাউয়ি

১০। মুহাম্মাদ আলি

যুক্তরাজ্যে সেরা ১০-

১। ব্রেক্সিট

২। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

৩। ইউরো ২০১৬

৪। ডেভিড বাউয়ি’র মৃত্যু

৫। লন্ডন মেয়র নির্বাচন

৬। অলিম্পিক

৭। পোকিমন গো

৮। মুহাম্মাদ আলির মৃত্যু

৯। ব্রাসেলস আক্রমণ

১০। জো কক্স হত্যার ঘটনা

ফেইসবুকের সেরা ১০ লাইভ পোস্ট

১।  ক্যানড্যাস পাইন, ‘চিউবাক্কা মম’

২। টেড ইয়োডার, সাউন্ডস্কেপস

৩। বাজফিড, পরবর্তি প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সময় গণনা

৪। আটলান্টা বাজ, ডালাস পুলিশ অফিসারকে আলিঙ্গন করতে মানুষের সারি

৫। এনবিসি নিউজ, নির্বাচনী ফলাফল

৬। আন্ডার দ্য হুড, ট্রাকের কাঠ সম্পূর্ণ বেঁকে যাওয়ার ভিডিও

৭। ভাইরাল থ্রেড,  যুক্তরাষ্ট্রের জনসংখ্যা গণনা

৮। সিএনএন, এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে মার্কিন নির্বাচনের ফলাফল প্রকাশ

৯। ডেনা ব্লিজারড, মা- দের জন্য পকিমন গো ‘চারদোনাই গো’

১০। সুপার ডিলাক্স, নির্বাচনী মানচিত্র