দেশের বাজারে ডেল এক্সপিএস আল্ট্রাবুক

দেশের বাজারে ডেল এক্সপিএস আল্ট্রাবুক এনেছে কম্পিউটার বিক্রেতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2016, 01:53 PM
Updated : 9 Dec 2016, 01:53 PM

এক কেজির সামান্য বেশি নতুন এই আল্ট্রাবুক-এর কিবোর্ডে আলো জ্বলে, জানিয়েছে বিক্রেতা প্রতিষ্ঠানটি।

উচ্চমাত্রার রেজুলিউশনের ১৩.৩ ইঞ্চি পর্দার আল্ট্রাবুকটিতে ব্যবহৃত হয়েছে ষষ্ঠ প্রজন্মের কোর আই৫ প্রসেসর, যার ক্লক স্পিড ২.৮ গিগাহার্টজ পর্যন্ত। এতে ১৮৬৬ মেগাহার্টজ গতির ৮জিবি র‌্যাম সংযুক্ত আছে। তা ছাড়াও এতে রয়েছে পিসিআই স্লটভিত্তিক ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা সম্পন্ন সলিড স্টেট ড্রাইভ ও ৫২০ এইচডি গ্রাফিক্স।

এই ল্যাপটপে আছে ওয়েভস ম্যাক্স অডিও প্রো প্রযুক্তির ২টি স্টেরিও স্পিকার এবং ৭২০পি এইচডি ওয়েবক্যাম। দ্বৈত ব্যান্ডের তারহীন প্রযুক্তি- ২.৪ ও ৫ গিগাহার্ডজ গতির ৪.০ ব্লুটুথ সংযোগ, ২টি ইউএসবি ৩ পোর্ট যা দিয়ে ল্যাপটপটি চার্জও দেওয়া যায় এবং একটি মিনি ডিসপ্লে পোর্ট সমন্বয় করা হয়েছে এতে।

অ্যাল্ট্রাবুকটির সঙ্গে পাওয়া যাবে ৬৪ বিটের উইন্ডোজ ১০ হোম প্রিমিয়াম অপারেটিং সিস্টেম। কম্পিউটার সোর্স থেকে এর দাম ধরা হয়েছে ১৪১০০০ টাকা, এর সঙ্গে দেওয়া হচ্ছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা।