সাইবার হামলার শিকার জার্মান ‘থাইসেনক্রাপ’

বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ইস্পাত নির্মাতা জার্মান প্রতিষ্ঠান ‘থাইসেনক্রাপ’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 02:19 PM
Updated : 8 Dec 2016, 02:19 PM

৮ ডিসেম্বর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় চলতি বছরের শুরুর দিকে ইস্পাত উৎপাদন এবং কারখানাজাত প্ল্যান্ট ডিজাইন ডিভিশন থেকে প্রযুক্তিগত বিপনণ তথ্য চুরি করা হয়েছে, জানিয়েছে রয়টার্স।

প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, “থাইসেনক্রাপ বিশাল সাইবার হামলার শিকার হয়েছে।” এ বছরের এপ্রিলে অভ্যন্তরীন নিরাপত্তা দল তা শনাক্ত করে। ফেব্রুয়ারিতে হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য ডিভিশন থেকেও তথ্য চুরি করা হয়েছে কিনা তা এখনও জানানো হয় নি।

দক্ষিণপূর্ব এশিয়া এই হ্যাকের সঙ্গে জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। একে “উচ্চমাত্রার পেশাদার হ্যাকিং কার্যক্রম” হিসেবে ব্যাখ্যা করেছে প্রতিষ্ঠানটি।

এর আগের সপ্তাহের দেশটির ১০ লাখ রাউটার সাইবার হামলার শিকার হলে ডয়চে টেলিকম-এর লাখো গ্রাহক বিচ্ছিন্ন হয়ে পড়েন।

প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঠিক কোথায় হামলা চালানো হয়েছে এবং আগে এটি কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে, দেশটির পুলিশের কাছে একটি সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়।