‘চোখ বন্ধ’, এশীয় বংশোদ্ভূতের পাসপোর্ট বাতিল

এশীয় বংশোদ্ভূত নিউ জিল্যান্ডের এক নাগরিককে ‘ভুলে চোখ বন্ধ’ চিহ্নিত করে তার পাসপোর্টের ছবি বাতিল করে দিয়েছে ‘চেহারা শনাক্তকারী’ সফটওয়্যার।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 01:50 PM
Updated : 7 Dec 2016, 01:50 PM

রিচার্ড লি নামের ওই ব্যক্তি তার পাসপোর্ট নবায়ন করতে ছবি জমা দিয়েছিলেন। ফেইসবুকের এক পোস্টে ২২ বছর বয়সী এই প্রকৌশল ছাত্র তার কাছে থাকা এক নোটিফিকেশনে দেখান যে, ছবিতে তার চোখ স্পষ্টতই ‘খোলা’ থাকা সত্ত্বেও নিউ জিল্যান্ডের ইন্টারনেট অ্যাফায়ার্স বিভাগ পরিচালিত অনলাইন ফটো চেকার তা ‘ব্লক’ করে দেয়।

"আমার জন্য এটি খুব কষ্টের বিষয়। খুব ছোট চোখ ও মুখের জন্য এই শনাক্তকরণ প্রযুক্তি তুলনামূলকভাবে নতুন এবং খুব সাধারণ"- লি রয়টার্সকে বলেন।

"এটি সাধারণ একটি রোবট, খারাপ লাগার কিছু নেই আর। শেষ পর্যন্ত আমি আমার নতুন পাসপোর্ট  পেয়েছিলাম।”

অনলাইনে জমা দেওয়া পাসপোর্টের ছবির প্রায় ২০ শতাংশেরও বেশি বিভিন্ন কারণে বাতিল করা হয় বলে জানান দেশটির ইন্টারনাল অ্যাফায়ার্স বিভাগের এক মুখপাত্র ।

"পাসপোর্টের ছবির সবচেয়ে সাধারণ ত্রুটির একটি হচ্ছে ‘চোখ বন্ধ’ ছবি এবং এমন ‘সাধারণ ত্রুটির’ জন্য প্রেরকের কাছে বার্তা পাঠানো হয়", বলেন তিনি।

লি’র প্রথম ছবিতে আলো ঠিক ছিল না। কিন্তু পরবর্তীতে অন্য একটি ছবি নেওয়া হয়েছিল বলে জানান তিনি।