দেশের বাজারে সিম্ফনির নতুন দুই স্মার্টফোন

দেশের বাজারে আর২০ এবং আর১০০ নামের নতুন দু’টি স্মার্টফোন এনেছে সিম্ফনি। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে হ্যান্ডসেটগুলো উন্মোচন করেন সিম্ফনি মোবাইলের জেষ্ঠ্য পরিচালক রেজোয়ানুল হক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2016, 10:59 AM
Updated : 6 Dec 2016, 10:59 AM

নতুন স্মার্টফোন দুইটির মধ্যে  আর২০-তে ৪৯০০ মিলিঅ্যাম্পিয়ার ও আর১০০-এ ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। ৫ ইঞ্চি এইচডি পর্দার আর২০ এবং আর১০০ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে আইপিএস প্রযুক্তি।

অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেম চালিত এই দুইটি স্মার্টফোনে ৮ এবং ১৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ রয়েছে। চাইলে  মেমোরি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আর২০-এ ১ জিবি এবং আর১০০-তে ২ জিবি ডিডিআর৩ র‍্যাম রয়েছে।

আর২০ এর ক্যামেরাতে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং আর১০০ মডেলে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রাখা হয়েছে। আর উভয় ডিভাইসেই রয়েছে তৃতীয় প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আর২০-এর দাম রাখা হচ্ছে ৭৩৯০ টাকা এবং আর১০০-এর মূল্য ১০৯৯০ টাকা।