দেশে এল গ্যালাক্সি জে১ নেক্সট প্রাইম

দেশের বাজারে জে সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি জে১ নেক্সট  প্রাইম নিয়ে এসেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2016, 03:36 PM
Updated : 7 Nov 2016, 03:36 PM

নতুন এ ডিভাইসটিতে রয়েছে ডুয়াল সিম সুবিধা। তরুণদের ‘সবসময় স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে’ স্টাইল ও পারফরমেন্সের সমন্বয় করে এই হ্যান্ডসেটটি প্রস্তুত করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

এ ডিভাইসে রয়েছে আল্ট্রা ডেটা সেভিং লাইট মোড, যা ৫০ শতাংশ পর্যন্ত ডেটা সাশ্রয় করতে পারে এবং সেই সঙ্গে ১,৫০০ এমএএইচ ব্যাটারির কার্যকারিতাও বৃদ্ধি করে। মাল্টিমিডিয়া সুবিধা এবং গ্রাহকদের গেইমিং চাহিদা পূরণ করতে নতুন এই ডিভাইসটি ১০৮০পি সম্পূর্ণ এইচডি প্লেব্যাক প্রদর্শন করে। এই স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম মার্শমেলো ৬.০ ব্যবহার করা হয়েছে।

গ্যালাক্সি জে১ নেক্সট প্রাইমে রয়েছে ১ জিবি র্যা ম, ১.২ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর, ৮ জিবি ইন্টারনাল মেমোরি যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সেই সঙ্গে ৫ মেগাপিক্সেল ক্যামেরায় রাখা হয়েছে কুইক লঞ্চ ফিচার, এলইডি ফ্লাশ এবং এফ ২.২ অ্যাপারচার।

এই ডিভাইস ও ব্যাটারির উপর রয়েছে এক বছরের ওয়ারেন্টি।

স্যামসাং জে১ নেক্সট প্রাইম হ্যান্ডসেটটির মূল্য ধরা হয়েছে ৬,৯৯০ টাকা।