আইফোন ৭ প্লাসেই ডিএসএলআর ক্যামেরার ছবি

আইওএস ১০-এর নতুন আপডেটে আইফোন ৭ প্লাস দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো পোরট্রেইট তোলা যাবে, এমনটাই জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2016, 01:16 PM
Updated : 26 Oct 2016, 09:28 AM

এর আগেই আইফোনের ক্যামেরায় নতুন পোরট্রেইট মোড আনার ঘোষণা দেওয়া হলেও এটি গ্রাহকের জন্য উন্মুক্ত ছিল না। সোমবার আইওএস ১০.১ আপডেটের মাধ্যমে এই মোড উন্মোচন করা হয়। তবে, এই মোডের সুবিচার করবে শুধু আইফোন ৭ প্লাস।

অন্যান্য আইফোনে এই মোড থাকলেও আইফোন ৭ প্লাসের মতো ছবির পেছনের দৃশ্য ঘোলা করতে পারবে না, যেমনটা উন্নতমানের এসএলআর ক্যামেরাগুলো করে দেয়। এসএলআর ক্যামেরাতে একে বলা হয় ডেপথ-অফ-ফিল্ড।

এসএলআর ক্যামেরাতে একটি লেন্সের মাধ্যমে তা কতটা খোলা রয়েছে তা নিয়ন্ত্রণের মাধ্যমে ডেপথ-অফ-ফিল্ড ধারণ করা হয়। এ ক্ষেত্রে আইফোন ৭ প্লাস সফটওয়্যারের উপর নির্ভর করে।

পোরট্রেইট মোডের জন্য আইফোন ৭ প্লাসই দরকার কেননা এতে দুইটি লেন্স প্রয়োজন। অন্যান্য আইফোনের জন্যেও সফটওয়্যার আপডেটটি দেওয়া হবে। এতে কিছু বাগ ঠিক করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আপাতত নতুন এই মোডটিকে বেটা হিসেবে উন্মুক্ত করছে অ্যাপল। পরীক্ষার পর পরিপূর্ণ সংস্করণ উন্মোচণ করবে প্রতিষ্ঠানটি।

আইফোন ৭ প্লাসের পোরট্রেইট মোড নতুন কিছু নয়। এর আগে হুয়াওয়ে পি৯ স্মার্টফোনে একই ধরনের ফিচার দেখা গেছে।

চলতি বছরের ২৭ অক্টোবর আরেকটি অ্যাপল ইভেন্ট হওয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানে নতুন ম্যাক কম্পিউটার উন্মোচন করা হবে বলে ধারণা করা হচ্ছে।