শিয়াওমি, হুয়াওয়ে-কে হটিয়ে অপ্পো, ভিভো

সারা বিশ্বে স্মার্টফোন বাজারের ক্ষেত্রে চীন অন্যতম। অনেকদিন এই বাজারের স্মার্টফোন নির্মাতাদের মধ্যে শিয়াওমি আর হুয়াওয়ে শীর্ষস্থান ধরে রাখলেও, এবার তা হারিয়েছে প্রতিষ্ঠান দু’টি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2016, 12:11 PM
Updated : 25 Oct 2016, 12:12 PM

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপার্ট রিসার্চ -এর সূত্র ধরে প্রযুক্তি সাইট সিনেট জানিয়েছে, বর্তমানে দেশটির স্মার্টফোন বাজারে প্রথম স্থান দখলের জন্য হাডাহাড্ডি অবস্থানে আছে ভিভো আর অপ্পো।

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে, অপ্পো চীনা স্মার্টফোন বাজারের ১৬.৬ শতাংশ দখলে নিয়েছে। ভিভো'র ক্ষেত্রে সংখ্যাটা একটু কম- ১৬.২ শতাংশ।

ভিভো আর অপ্পো-এর জন্য এই ঘটনা অনেকটা রূপকথার মতোই বলে ভাষ্য সিনেট-এর। ২০১৫ সালের তৃতীয় প্রান্তিকে এই বাজারে অপ্পো'র শেয়ার ছিল ৯.৯ শতাংশ আর ভিভো'র ৮.২ শতাংশ। 

বর্তমানে অপ্পো, ভিভো-এর পর, চীনা বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে হুয়াওয়ে, তাদের দখল বাজারের ১৫ শতাংশ শেয়ার।

হুয়াওয়ে'র পর চতুর্থ অবস্থানে পাওয়া যায় চীনা স্মার্টফোন নির্মাতাদের মধ্যে সাবেক শীর্ষ প্রতিষ্ঠান শিয়াওমি'র নাম। ২০১৫ সালে একই সময়ে বাজারের ১৪.৬ শতাংশ শেয়ার এই প্রতিষ্ঠানের দখলে থাকলেও, এবার তা কমে ১০.৬ শতাংশে এসে দাঁড়িয়েছে।