এআই নিয়ে রাজধানীতে কর্মশালা

মানুষের সঙ্গে কম্পিউটারের মিথষ্ক্রিয়া, মেশিন লার্নিংয়ের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত গবেষণা ও এর প্রয়োগ ক্রমেই বাড়ছে। সেই সঙ্গে বিশ্বজুড়ে বাড়ছে এই বিষয়ে দক্ষ গবেষক ও কর্মীর চাহিদা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2016, 12:27 PM
Updated : 23 Oct 2016, 12:27 PM

২২ অক্টোবর শনিবার 'কৃত্রিম বুদ্ধিমত্তায় হাতেখড়ি' শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানিয়েছেন আমেরিকার রচেস্টার বিশ্ববিদ্যালয়-এর সহকারি অধ্যাপক ও গবেষক এহসান হক। এহসান হক তার কৃত্রিম বুদ্ধিমত্তার কাজের জন্য সম্প্রতি এমআইটি-এর '৩৫ বিলো ৩৫' তালিকায় স্থান করে নিয়েছেন।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়-এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এই কর্মশালার আয়োজন করে। সকালে অংশগ্রহণকারীদের স্বাগত জানান বিডিওএসএন-এর সাধারণ সম্পাদক মুনির হাসান। এরপর বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬০ জন অংশগ্রহণকারী কর্মশালায় অংশ নেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজকরা।

এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী আশিক জামান ভবিষ্যতে এমন আরও আয়োজনের প্রত্যাশা করেন।

কর্মশালা শেষে এহসান হকের হাতে ক্রেস্ট তুলে দেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাব ও ছাত্র কল্যাণ দপ্তর এ কর্মশালা আয়োজনে সহায়তা করে।