মোবাইল খাতে চীনা সহায়তা চায় ভারত

মোবাইল ফোন আর যন্ত্রসামগ্রী উৎপাদনে একটি বৈশ্বিক হাব হওয়ার চেষ্টায় ভারত। আর এই সময় ইন্ডিয়ান সেলুলার অ্যাসোসিয়েশন (আইসিএ)-এর ন্যাশনাল প্রেসিডেন্ট পঙ্কজ মহিন্দ্র চীনা প্রতিষ্ঠানগুলোকে ভারতে উৎপাদন কেন্দ্র খোলার আহ্বান জানিয়েছেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2016, 09:21 AM
Updated : 23 Oct 2016, 09:21 AM

মহিন্দ্র বলেন, "২০১৯ সালের মধ্যে আমরা ৫০ কোটি মোবাইল ফোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছি, সেইসঙ্গে একটি শক্তিশালী যন্তাংশ খাতও। আমাদের চীনা অংশীদাররা এটি অর্জনে আমাদের সহায়তা করবে।"

দ্বিতীয় ইন্ডিয়া-চায়না মোবাইল ফোনস অ্যান্ড অ্যাকসেসোরিজ ম্যানুফ্যাকচারিং সামিট অনুষ্ঠানে বক্তৃতায় এ কথা বলেন তিনি, জানিয়েছে আইএএনএস। ভারতে যখন "মেইড ইন চায়না' পণ্য নিয়ে বিরোধিতা চলছে তখন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী'র 'মেইক ইন ইন্ডিয়া' আর 'ডিজিটাল ইন্ডিয়া' পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মোবাইল ফোন আর যন্ত্রাংশ উৎপাদন খাত শক্ত করতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

চীনের শেনজেন-এর মোবাইল ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লিংইউন জানান, চীনা প্রতিষ্ঠানগুলো 'মেইক ইন ইন্ডিয়া' প্রচারণায় অংশ নিতে উদগ্রীব হয়ে আছে।