অতিবেগুনিতে বাড়বে স্মার্টফোন ক্যামেরার ক্ষমতা

স্মার্টফোন থেকে শুরু করে স্পেস স্টেশনে ব্যবহৃত ফটোডিটেক্টরগুলোতে অতিবেগুনি (ইউভি) রশ্মি ক্যামেরার কার্যক্ষমতা বাড়াতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2016, 12:57 PM
Updated : 22 Oct 2016, 12:58 PM

চীন, সৌদি আরবের সহকর্মীদের সঙ্গে নিয়ে মস্কো ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজি (এমআইপিটি)-এর বিজ্ঞানীরা জানিয়েছেন, একটি লো-ব্যান্ডওয়াইডথ ফটোডিটেক্টর-এর সঙ্গে ইউভি লাইট ব্যবহার করলে এটি হাই-ব্যান্ডওয়াইডথ এ পরিণত হবে।

গবেষকরা পলিমারভিত্তিক একটি ফটোডিটেক্টর-এর সঙ্গে জিঙ্ক অক্সাইড ন্যানোপার্টিকল ব্যবহার করে একটি পরীক্ষা করেন, যেখানে ৩০ সেকেন্ড সময় ধরে ইউভি লাইট জ্বলেছিল, জানিয়েছে আইএএনএস।

এমআইপিটি-এর মলিকিউলার ইলেকট্রনিকস সেন্টার-এর প্রধান ভাদিম আগাফনভ বলেন, "এর মাধ্যমে আপনি একটি পলিমারভিত্তিক ফটোডিটেক্টর-কে একটি উচ্চ সংবেদনশীল ব্রডব্যান্ড ডিভাইসে পরিণত করতে পারি। এই প্রক্রিয়া অনেক দ্রুত, সস্তা ও কার্যকরী, যা ব্যবহারিক কাজে গুরুত্বপূর্ণ।"

জার্নাল অ্যাডভান্সড ফাংশনাল ম্যাটিরিয়ালস-এ প্রকাশিত ওই গবেষণাপত্র অনুযায়ী, বড় পরিসরে বর্ণালীগত কিছু তৈরিতে উৎপাদনের সময় ইউভি লাইট-এর সঙ্গে ফটোডিটেক্টর ব্যবহার পর্যাপ্ত।