ভারতে দু’হাজার কোটি রুপি বিনিয়োগে স্যামসাং

প্ল্যান্ট বিস্তৃত করার অংশ হিসেবে ভারতের উত্তর প্রদেশে ১৯৭০ কোটি রুপি বিনিয়োগ করবে ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2016, 02:20 PM
Updated : 18 Oct 2016, 02:20 PM

রয়টার্স জানিয়েছে, নয়দা'র এই প্ল্যান্টে স্যামসাং মোবাইল ফোন, রেফ্রিজেরেটর আর টেলিভিশন উৎপাদন করা হয়।

এ নিয়ে উত্তর প্রদেশ সরকার ইতোমধ্যে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বলে জানিয়েছে ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া।

নয়দা অথরিটি প্রধান রামা রামান বলেন, "উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আখিলেশ ইয়াদভ-এর উপস্থিতে স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিক্স-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী এইচসি হং আর উত্তর প্রদেশের মুখ্য সচিব রাহুল ভাটনাগার এই সমঝোতা স্মারক সই করেন।"

রামান আরও জানান, এই চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি একটি মোবাইল উৎপাদন প্লান্ট আর রেফ্রিজেরেটর প্লান্ট-এর জন্য ৩০ একর জমি বরাদ্দ পাবে। "জমি বরাদ্দ হলে, এই ইউনিট ২০১৯ সালের মধ্যে সম্ভবত উৎপাদন শুরু করবে। প্রতিষ্ঠানটি প্রায় দুই হাজার কোটি রুপি বিনিয়োগের অঙ্গীকার করেছে", বলেন তিনি। 

এইচসি হং বলেন, "এই অঞ্চলে আমাদের উৎপাদন কারখানার পরিসর বাড়াতে আর এই প্রদেশে বিনিয়োগে উত্তর প্রদেশের অনুমদন পেয়ে আমরা আনন্দিত।"