স্যামসাংয়ের ১০ ন্যানোমিটার প্রযুক্তি চিপ তৈরি শুরু

১০ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করে সেমিকন্ডাকটরের বড় পরিসরে উৎপাদন শুরু করেছে স্যামসাংয়ের চিপ ব্যবসায় বিভাগ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2016, 11:37 AM
Updated : 17 Oct 2016, 11:37 AM

এই খাতে তারাই প্রথম প্রতিষ্ঠান যারা এমন উদ্যোগ নিল বলে জানিয়েছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক জায়ান্টটি।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সামনের বছর তাদের ১০ ন্যানোমিটার উৎপাদন প্রযুক্তিতে বানানো চিপ ব্যবহার করে তৈরি একটি প্রযুক্তি পণ্য বাজারে ছাড়া হবে। তবে, এই পণ্য নিয়ে নির্দিষ্টভাবে কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছে রয়টার্স। 

দক্ষিণ কোরীয় দৈনিক ইলেকট্রনিক টাইমস চলতি মাসে নাম প্রকাশ না করা এক সূত্রের বরাতে জানায়, চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান কোয়ালকম-এর পরবর্তী হাই-এন্ড স্ন্যাপড্রাগন চিপ-এর একমাত্র চুক্তিবদ্ধ উৎপাদনকারী হতে যাচ্ছে স্যামসাং। ২০১৭ সালে স্যামসাং তাদের গ্যালাক্সি এস স্মার্টফোন-এর আপডেট সংস্করণ বের করা হবে। ওই হ্যান্ডসেটের মোট চালানের অর্ধেকে এই প্রসেসর ব্যবহারে সম্মত হয়েছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। 

চলতি বছর জানুয়ারি স্যামসাং জানায়, তারা স্ন্যাপড্রাগন ৮২০ চিপের একক উৎপাদক ছিল। সে সময় কয়েকজন বিশ্লেষক জানান, এই চুক্তি শতকোটি ডলারের বেশি মূল্যের ছিল।