নির্মাণ খরচ বেড়েছে আইফোন ৭-এর

আইফোন ৭ তৈরিতে খরচ হয় প্রায় ১৭৪ পাউন্ড, যা যুক্তরাজ্যের গ্রাহকরা যে দামে ফোনটি কিনছেল তার তুলনায় প্রায় ৪২৫ পাউন্ড কম।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 12:52 PM
Updated : 27 Sept 2016, 12:53 PM

আইএইচএস মার্কিটের তথ্যানুযায়ী, একটি ৩২জিবি আইফোন ৭-এর বিক্রয়মূল্য প্রায় ২২০ ডলার (১৭০ পাউন্ড), যেখানে আইফোনের উৎপাদন খরচ মাত্র পাঁচ ডলার (চার পাউন্ড)।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, যুক্তরাজ্যে একটি আইফোন ৭ বর্তমানে ৫৯৯ পাউন্ড করে বিক্রি করা হচ্ছে। ফলে অ্যাপলের প্রায় ৪২৫ পাউন্ড লাভ হলেও, এই ফোনের নির্মাণ খরচ আইফোন ৬-এর চেয়ে কম।

কস্ট বেঞ্চমার্কিং-এর জ্যেষ্ঠ পরিচালক অ্যান্ড্রু রাসওয়াইলার আইএইচএস মার্কিটে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, "আইফোন ৭-এর নির্মাণ খরচ অ্যাপলের প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের সাম্প্রতিক যে ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের চেয়ে বেশি।"

"অ্যাপল এখনও হার্ডওয়্যারে স্যামসাংয়ের চেয়ে বেশি লাভ করে, তবে কাঁচামালের মূল্য আগের চেয়ে বেশি।"

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক পূর্বে আইএইচএস কর্তৃক প্রণীত অনুমানকে আরও বিতর্কিত করে তুলেছিলেন।

“সাধারণত আমাদের পণ্যের খরচ কমানোর বিষয়টি বাস্তব চিত্রের চেয়ে অনেক ভিন্ন। আর কোনো প্রতিবেদনে তা একদম সঠিকভাবে বলা হচ্ছে এমনটি কোথাও দেখিনি", ২০১৫ সালে টিম কুক জানান।