ইমোজি'তে হিজাব চাই

ইউনিকোড কনসোর্টিয়াম-এর কাছে হিজাব পরা নতুন ইমোজি'র প্রস্তাব পাঠিয়েছে জার্মানিতে বসবাসরত এক সৌদি কিশোরী।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2016, 04:55 PM
Updated : 17 Sept 2016, 04:55 PM

ইউনিকোড কনসোর্টিয়াম হচ্ছে একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যারা বিভিন্ন ফন্ট, ইমোজি ইত্যাদি-এর আদর্শ ঠিক করে।

১৫ বছর বয়সী রাওফ আলহুমেদি জানান, তিনি হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে চ্যাট করার সময় দেখেন প্রত্যেকে নিজেদের উপস্থাপন করতে একটি নির্দিষ্ট ইমোজি ব্যবহার করছেন। তখন তিনি ভাবেন, সেখানে এমন কোনো ইমোজি নেই, যা দিয়ে তিনি নিজেকে উপস্থাপন করতে পারবেন। আর এজন্য দরকার হচ্ছে একটি হিজাব পরিহিতা ইমোজি।  

তিনি কিছু গবেষণা করেন এবং ইউনিকোড-এ যে কেউ ইমোজি'র ধারণা জমা দিতে পারেন দেখে খুশি হয়ে যান, জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। তিনি অলাভজনক সংস্থাটিকে একটি মেইল করে তার প্রস্তাব রাখেন। তারা তাকে একটি আনুষ্ঠানিক প্রস্তাবনার খসড়া দিয়ে সহায়তা করে।

ওই কিশোরী বলেন, "বর্তমান সময়ে, উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে অনেক মুসলিম নারী আছেন, যারা হিজাব পরেন। এটি নগন্য হতে পারে... কিন্তু আপনি যখন সারাবিশ্বের কিবোর্ডে আপনার নিজেকে দেখতে পান, এটি ভিন্ন হবে। আপনি একবার এটি ব্যবহার করলে দেখবেন, এটি আসলেই সুন্দর।"