নবায়নযোগ্য শক্তিতে পুরো দেশ!

কোনো জীবাশ্ম জ্বালানী ছাড়াই শেষ দুই মাস ধরে পুরো দেশের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন ও সরবরাহ করে আসছে কোস্টা রিকা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2016, 11:30 AM
Updated : 10 Sept 2016, 01:00 PM

দেশটির সরকার পরিচালিত বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান 'গ্রুপো আইসিই'-এর সূত্রমতে, কোস্টা রিকা শেষ দুই মাস ধরে নবায়নযোগ্য শক্তি দিয়ে শতভাগ চাহিদা মেটাচ্ছে। চলতি বছর ৬ জুন দেশটিতে সর্বশেষবার গ্যাস থেকে উৎপন্ন বিদ্যুৎ ব্যবহার করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই চলতি বছরের এই খবর প্রকাশের দিন পর্যন্ত মোট ১৫১ দিন দেশটির পুরো বিদ্যুতের চাহিদা নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহ করা হয়েছে।

শেষ দুই মাসে দেশটিতে ব্যবহৃত মোট বিদ্যুতের ৮০.২৭ শতাংশ জলবিদ্যুৎ থেকে এসেছে। দেশটিতে হওয়া ভারী বৃষ্টিপাত আর বিস্তৃত নদীসীমার কারণে এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার। এ ছাড়াও, ১২.৬২ শতাংশ এসেছে ভূ-তাপীয় শক্তি থেকে, ৭.১০ শতাংশ এসেছে বায়ুশক্তি থেকে আর ০.০১ শতাংশ এসেছে সৌরশক্তি থেকে।

এই অংকগুলো 'সন্তোষজনক' হলেও, দেশটির মজবুত শক্তি ব্যবস্থাপনায় ২০১৫ সালে আরও ভাল ফলাফল ছিল বলে জানিয়েছে সাইটটি। সে বছর দেশটি ৯৯ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য শক্তি থেকে উৎপন্ন করা হয়। ওই বছর মোট ২৮৫ দিন পুরো দেশ শতভাগ নবায়নযোগ্য শক্তি থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে চালানো হয়।