দুই স্মার্টওয়াচ আনল স্যামসাং

নতুন দুটি স্মার্টওয়াচ সংস্করণ উন্মোচন করেছে স্যামসাং। গিয়ার স্মার্টওয়াচের এই দুই সংস্করণ পানিরোধী ক্ষমতা সম্পন্ন।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2016, 11:27 AM
Updated : 1 Sept 2016, 11:27 AM

জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য ইলেকট্রনিক্স পণ্য ও গ্যাজেট প্রদর্শনী অনুষ্ঠান আইএফএ-কে সামনে রেখে 'গিয়ার এস৩'-এর দুইটি সংস্করণ- 'ক্লাসিক' আর 'ফ্রন্টিয়ার' বাজারে ছাড়ার ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়ার এই ইলেকট্রনিক জায়ান্ট। ঘড়ি দুইটিতে যোগ করা হয়েছে আগের চেয়ে উন্নত স্ক্র্যাচ-প্রতিরোধী পর্দা আর সবসময় 'অন' ডিসপ্লে, যা ক্রমাগত সময়ের পরিবর্তন দেখাতে পারে।

২০১৩ সালে প্রথম গিয়ার ওয়াচ উদ্বোধনের মাধ্যমে স্যামসাং স্মার্টওয়াচের বাজারে প্রথম প্রবেশ করে।

নতুন এই ডিভাইস সম্পর্কে স্যামসাংয়ের ইয়োংঘি লি বলেন, "গিয়ার৩-এর সঙ্গে এখন স্যামসাংয়ের পরিধেয় ঘড়িগুলো ব্যবহারকারীদের অনন্য জীবনধারা আর বিচিত্র পছন্দের ঐতিহ্য বজায় রাখবে।"  

"স্মার্ট ক্ষমতা, অত্যাধুনিক আর মার্জিত নকশার সঙ্গে স্যামসাং গিয়ার ৩ আমাদের স্মার্টওয়াচ পোর্টফোলিও-তে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে", বলেন তিনি।

ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানায়, স্যামসাংয়ের এই গিয়ার৩ স্মার্টওয়াচ স্যামসাং পে থেকে মোবাইল লেনদেন সমর্থন করবে।

চীনা প্রস্তুতকারকের হুয়াওয়ে এবং মটোরোলাও এই সপ্তাহে আইএফএ-তে তাদের নতুন স্মার্টওয়াচ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।